X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘আমাদের আদালতের বারান্দায় রেখে কোনও নির্বাচন হবে না’

বরিশাল প্রতিনিধি
২৫ জুলাই ২০১৭, ১৮:৪৮আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৮:৫২

বরিশালে দলের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। আমরা আদালতের বারান্দায় ঘুরবো আর আপনারা হেলিকপ্টারে চড়ে নির্বাচন করবেন, তা হবে না।’
মঙ্গলবার (২৫ জুলাই) বরিশালে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ও সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে এই সরকারের অধীনে কোনও নির্বাচন হবে না। তবে সংসদ বহাল রেখে সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচন করতে চায়। তাদের সেই সুযোগ দেওয়া হবে না।’
সরকার একদলীয় শাসন কায়েম করতে চায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৪টি মামলা দিয়েছে সরকার। তারা মানুষের বাকস্বাধীনতা হরণ করেছে। বিএনপিকে কোথাও মিছিল-মিটিং করতে দিচ্ছে না। শুধু তাই নয়, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কথা না শুনলে এখন ইউএনওকে পর্যন্ত জেলে ঢুকিয়ে দেওয়া হয়। সরকার আসলে একদলীয় শাসনে ফিরতে চায়। কিন্তু বিএনপি একনায়কতন্ত্রে বিশ্বাসী নয়। আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের রেশ ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া বিদেশে গেছেন চিকিৎসার জন্য। আর তিনি বললেন পালিয়ে গেছেন। বিএনপির নেতাকর্মীরা পালায় না। পালানোর ইতিহাস বিএনপির নেই, আওয়ামী লীগের আছে। বহুবার তারা দেশ ছেড়ে পালিয়েছে। মুক্তিযুদ্ধের সময়ই তাদের নেতাদের কেউ পাকিস্তানে, কেউ ভারতে পালিয়ছিলেন। ১/১১-এর সময়ও আওয়ামী লীগের নেতারা আমেরিকায়-কানাডায় পালিয়ে গিয়েছিলেন। পরে অবৈধ সরকারকে বৈধতা দেবেন—এই শর্তে দেশে ফিরে ক্ষমতার স্বাদ ভোগ করছেন।’
দলের নেতাকর্মীদের মির্জা ফখরুল বলেন, ‘মনে রাখতে হবে, বিএনপি হলো উদারপন্থী ও বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। গণতন্ত্র রক্ষায় আগামী জাতীয় নির্বাচনে আপনাদের ভোট ও কেন্দ্রে পাহারা দিতে হবে।’
পরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমানের সরোয়ারের সদস্যপদ নবায়ন করার মাধ্যমে সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও বরিশাল নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন, মহানগর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।

আরও পড়ুন-

দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগ সবসময় অগ্রসর ছিল: ফারুক খান

সাইবার অপরাধীদের ধরতে পুলিশের সক্ষমতা বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

/টিআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে