X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ১৬৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়

পঞ্চগড় প্রতিনিধি
২৫ জুলাই ২০১৭, ২০:২৪আপডেট : ২৫ জুলাই ২০১৭, ২০:৩২

পঞ্চগড়

প্রধান শিক্ষক ছাড়াই চলছে পঞ্চগড়ের ১৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা। কোনও কোনও বিদ্যালয় দুই থেকে পাঁচ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে। আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব কাঁধে এসে পড়ায় সহকারী শিক্ষকরা দাফতরিক দায়িত্ব পালন করতে গিয়ে বাড়তি চাপে পড়ছেন। এতে বিদ্যালয়গুলোর পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে এবং জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা যায়, পঞ্চগড়ে মোট ৬৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক রয়েছেন ৪৮৮টিতে। বাকি ১৬৯টি বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। এদিকে, ৬৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পুরাতন ৩১০টি ও প্রথম ধাপে জাতীয়করণ হওয়া ৩১২টিসহ মোট ৬২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের জন্য পদ থাকলেও দ্বিতীয় ধাপের জাতীয়করণ হওয়া ২৩টি, তৃতীয় ধাপের ৬টি, বিদ্যালয়বিহীন গ্রামে ১৫শ’ বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় স্থাপিত ৫টি এবং একটি পরীক্ষণ বিদ্যালয়ে এখন পর্যন্ত প্রধান শিক্ষকের পদই সৃষ্টি করা হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৫টি, আটোয়ারী উপজেলায় ১০৮টির মধ্যে ৩০টি, তেঁতুলিয়া উপজেলায় ৭১টির মধ্যে ৩৫টি, দেবীগঞ্জ উপজেলায় ১২২টির মধ্যে ৩৯টি এবং বোদা উপজেলায় ১৬৪টির মধ্যে ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন।

তেঁতুলিয়া উপজেলার কামাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকলিমা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ২০১৬ সালের মার্চ মাসে এই বিদ্যালয়ে যোগদানের পর থেকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। যতদূর জেনেছি, এই বিদ্যালয় দীর্ঘদিন ধরে এভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে। এর আগে খুব অল্প সময়ের জন্য ২০১৫ সালে একজন প্রধান শিক্ষক যোগদান করেছিলেন। কিন্তু কিছুদিন থেকে তিনিও অন্যত্র বদলি হয়ে গেছেন। আমরা যারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করি, আমাদের তো রুটিন মাফিক ক্লাস থাকে, একসঙ্গে পাঠদান ও দাফতরিক কাজ দুটো করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের পুরোনো প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক থাকা জরুরি বলে আমি মনে করি।’

গীতালগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর কবীর বলেন, ‘আমি ২০১০ সালে এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের সময় অল্প কিছুদিনের জন্য একজন পূর্ণ প্রধান শিক্ষক পেয়েছিলাম। তারপর থেকেই গত ৬ বছর ধরে এই বিদ্যালয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে। সর্বশেষ দুই মাস আগে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘একইসঙ্গে একাডেমিক ও দাফতরিক কাজ করতে অনেকটা হিমশিম খেতে হয় আমাদের। আমার বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৭১ জন। এখানে প্রধান শিক্ষক ছাড়াও একজন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।’

জেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুল হক বলেন, ‘দীঘদিন ধরে প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ। এছাড়া বিভাগীয় পদোন্নতি না থাকায় জেলার ১৬৯টি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে। এতে প্রধান শিক্ষক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করা সহকারী শিক্ষকদের অনেকটা বেগ পেতে হয়। একদিকে তাদের রুটিন মাফিক ক্লাস নেওয়া, আর অন্যদিকে দাফতরিক কাজ করতে গিয়ে বেশ জটিলতার সৃষ্টি হয়। যে কারণে আমাদের শিক্ষার্থীরা তাদের সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।’ শিক্ষার মান উন্নয়নে বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা করা হলে এই সংকট থাকবে না বলেও জানান তিনি।

পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যে সব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, সেগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ইতোমধ্যে আমরা চাহিদাপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আশা করছি, মানসম্মত শিক্ষার কথা চিন্তা করে সরকার দ্রুত প্রধান শিক্ষক পদায়ন করবেন।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ