X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জাপা এমপি এহিয়ার সামনে ঠিকাদারসহ শ্রমিকদের রশি দিয়ে বাঁধলেন নেতা!

সিলেট প্রতিনিধি
২৫ জুলাই ২০১৭, ২৩:১০আপডেট : ২৬ জুলাই ২০১৭, ০০:১৫

সিলেট ছাত্রসমাজের সভাপতি আফজাল হোসেন মান্নার পোস্ট করা দুই ছবি (ক্যাপশনসহ)

‘এমপি ইয়াহইয়া ভাই এর নির্দেশে সরকারি সম্পদ রক্ষার্থে এদের ৩ জনকে নিজ হাতে বাদলাম (বাঁধলাম)। ধন্যবাদ ভাই, আমাদের নেতা, আমাদের গর্ব।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দুইটি ছবি পোস্ট করে ক্যাপশনে কথাগুলো লিখেছেন সিলেট ছাত্রসমাজের সভাপতি আফজাল হোসেন মান্না। ওই ছবি দুইটিতে দেখা যায়, ঠিকাদারসহ শ্রমিকদের রশি দিয়ে বাঁধা হচ্ছে, আর পাশেই দাঁড়িয়ে রয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য (এমপি) ইয়াহইয়া চৌধুরী এহিয়া। ছবিটি পোস্টের পর পরই ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের কাজে অনিয়মের অভিযোগ পেয়ে শনিবার (২২ জুলাই) বিকালে কলেজ পরিদর্শনে যান সিলেট-২ আসনের এমপি ও ওই কলেজের গভর্নিং বডির সভাপতি ইয়াহইয়া চৌধুরী এহিয়া। এসময় তার সঙ্গে আরও ছিলেন সিলেট মহানগর ছাত্রসমাজের নেতাকর্মীরাসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি। কলেজে উপস্থিত হয়ে নির্মাণাধীন ভবনের লিন্টার ও পিলার নিজ হাতে ভাঙেন ইয়াহইয়া। এসময় লিন্টারসহ পিলারের ভেতরে রড ও রডের জালি ছাড়াই ঢালাইয়ের কাজ করার অভিযোগের সত্যতা পান তিনি। এরপর তার নির্দেশে ওই ভবনের ৩য় ও ৪র্থ তলার নির্মাণকাজের দায়িত্ব পাওয়া ঠিকাদার শাহ আলমসহ তিনজন শ্রমিককে আটক করে রশি দিয়ে বাঁধেন সিলেট মহানগর ছাত্রসমাজের সভাপতি আফজাল হোসেন মান্না। শেষে তাদের পুলিশে সোর্পদ করা হয়। সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ওই কলেজের তিন ও চারতলায় নির্মাণকাজ চলছিল।

এ ঘটনায় ইয়াহইয়া চৌধুরী এহিয়ার বক্তব্য নেওয়ার জন্য মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠালেও তারও কোনও জবাব দেননি। তবে এই নিউজ প্রকাশের প্রায় এক ঘণ্টা পর তিনি বাংলা ট্রিবিউন অফিসে ফোন করে বলেন, ‘ঘটনাটা তিন দিন আগের। সরেজমিনে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় আমি কয়েকটি পিলার ভাঙি। ওই সময় প্রধান প্রকৌশলীসহ অন্যারা পালিয়ে যাওয়ায় কন্ড্রাক্টর ও সাব-কন্ড্রাক্টরকে বেঁধে পুলিশে সোপর্দ করি।’

ফেসবুক পোস্টের ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য আফজাল হোসেন মান্না মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তা বন্ধ পাওয়া যায়।

সিলেট ছাত্রসমাজের সভাপতি আফজাল হোসেন মান্নার ফেসবুকে দেওয়া স্ট্যাটাস

তবে এ ব্যাপারে গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ বলেন, ‘কাজে অনিয়মের ব্যাপারটা আমি জানতাম না। কারণ আমি কখনও কাজ দেখতে যাইনি। এমপি এহিয়া কাজে অনিয়মের অভিযোগ পেয়ে কলেজে আসেন, তখন আমিও উপস্থিত ছিলাম। ওই সময় এমপি অনিয়মের অভিযোগের সত্যতাও পান। এরপর পুলিশ ডেকে দায়ীদের ধরিয়ে দেন।’ এমপির এহিয়ার সামনে ঠিকাদারসহ শ্রমিকদের রশি দিয়ে বাঁধার কথা অস্বীকার করেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্লাহ বলেন, ‘ঠিকাদার ও শ্রমিকদের রশি দিয়ে বাঁধার ঘটনা আমাদের সামনে ঘটেনি। তবে আমরা গিয়ে তাদের বাঁধা অবস্থায় পাই।’ এরপর ঠিকাদার ও শ্রমিকদের থানায় নিয়ে যান বলেও জানান তিনি।

এদিকে, কলেজের ভবন নির্মাণে অনিয়মের ঘটনায় রবিবার (২৩ জুলাই) রাতে কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা (মামলা নং ৯) দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে- সিলেটের শিক্ষা প্রকৌশল অধিদফতর উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম, সিলেট নগরের রায়নগর সোনারপাড়ার মৃত কানাই লালের ছেলে ও নির্মাতা প্রতিষ্ঠান পুষ্পা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী রাখাল দে, দক্ষিণ সুরমার সদর খলা গ্রামের মফিজ মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম, হবিগঞ্জের মাধবপুরের কালীকাপুর গ্রামের কাজী আলা উদ্দিনের ছেলে কাজী শাহ আলম, সিলেট নগরের মুজমদারি তরঙ্গ ২/৪ চৌকিদেখি ১৬৪/এ এহসান ভিলার মৃত আবদুল কুদ্দুসের ছেলে লোকমান আহমদ। এছাড়া এ মামলায় আরও ৮জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

/এমএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!