X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বরিশালের সিএমএমকে জামালপুরে বদলির প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ০০:২০আপডেট : ২৬ জুলাই ২০১৭, ০১:২০

 

বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ( সিএমএম) মোহাম্মদ আলী হোসেন।

বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে ইউএনও গাজী তারিক সালমনের মানহানির মামলার বিচারক বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ আলী হোসেন জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলির প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার বিভাগ শাখা-৩ থেকে ২৪ জুলাই সিনিয়র সহকারী সচিব মো. শাহাবুদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এই প্রস্তাব করা হয়।

‘অতিরিক্ত জেলা ও দায়রা জজ / সমপর্যায়ের পদে নিয়োগ বদলি প্রসঙ্গে’ শীর্ষক চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আলী হোসাইন গত বছরের ১৪ আগস্ট বর্তমান কর্মস্থলে যোগ দিয়েছেন। সম্প্রতি একজন  উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে তার আদালতে দায়ের করা মামলায় জামিন বিষয়ে বিভিন্ন গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে। এছাড়া ওই ঘটনাকে কেন্দ্র করে  পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে সার্কিট হাউজে অবস্থানের বিল পরিশোধ না করা এবং গ্রীনলাইন পরিবহনে যাতায়াত ভাড়া পরিশোধ না করা সংক্রান্ত অভিযোগও উঠেছে। এর ফলে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যক্রম নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে বরিশাল সিএমএম আদালত ও বিচার বিভাগের ভাবমূর্তি ও সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে বিচারক আলী হোসেনকে অন্যত্র বদলি করা আবশ্যক। অধিকন্তু, তার বর্তমান কর্মস্থলে বদলিযোগ্য মেয়াদ পূর্তি হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় উদ্ভূত ঘটনার প্রাথমিক সত্যতা নিরূপণের জন্য তদন্ত হওয়া বাঞ্ছনীয়।’

ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘শেখ আশফাকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত জেলা জজ, সঙ্গে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়, ঢাকা ) একজন যোগ্য , দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা । তিনি ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে বর্তমান কর্মস্থলে কর্মরত আছেন। মাঠ পর্যায়ে বিচারিক কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য তাকে আদালতে পদায়ন আবশ্যক।’

সার্বিক বিবেচনায় সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিযুক্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে নিয়োগ/বদলি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

একইসঙ্গে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হোসাইনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিতের জন্যে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সেই বিচারক আলী হোসেনকে প্রত্যাহারের সুপারিশ সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (২৫ জুলাই) তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা বরিশালের সেই বিচারককে প্রত্যাহারের সুপারিশ সুপ্রিম কোর্টে পাঠিয়েছি।’

এদিকে, বিচারক প্রত্যাহারের সুপারিশ এরই মধ্যে সুপ্রিম কোর্টে এসে পৌঁছেছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বাংলা ট্রিবিউনকে বলেন, 'বরিশালের বিচারককে বদলির প্রস্তাব করা হয়েছে। আমরা সেই চিঠিটি পেয়েছে।’ তিনি জানান, ‘বিষয়টি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বৈঠকে তোলা হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, জনরোষ থেকে বাঁচাতে নিরাপত্তার কারণে আগৈলঝাড়া উপজেলার সাবেক ইউএনও গাজী তারিক সালমনকে ২ ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল বলে রবিবার (২৩ জুলাই)  সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন  বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হোসাইন। তিনি আরও জানিয়েছিলেন, তখন তারিক সালমনের জামিন নামঞ্জুর করা হয়নি। তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে মর্মে যে সংবাদ প্রচারিত হয়েছে তা ঠিক নয় বলেও তিনি দাবি করেছেন। 

/এমটি/টিএন/এমএনএইচ/আপ-এএইচ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুর কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি
থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুর কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি
রেকর্ড বৃষ্টিতে টানা তৃতীয় দিনের মতো পানির নিচে দুবাই
রেকর্ড বৃষ্টিতে টানা তৃতীয় দিনের মতো পানির নিচে দুবাই
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট