X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুন, মামলা হয়েছে জমিজমা বিরোধ নিয়ে!

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ জুলাই ২০১৭, ১৩:০০আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৩:০০

কাজী মাহাবুব গোপালগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে সন্ত্রাসীদের হামলায় বাবা কাজী মাহাবুব (৫০) নিহত হলেও মামলা হয়েছে জমিজমা বিরোধ নিয়ে। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় নিহতের স্ত্রী তাপসী রাবেয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ মামলাটি করেন। এ মামলায় ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা কাজী মাহাবুবকে হত্যা করা হলেও মামলায় এ সম্পর্কে কোনও কিছু উল্লেখ করা হয়নি। মামলার বিবরণে বাদী উল্লেখ করেছেন হত্যাকাণ্ডটি হয়েছে জমিজমা বিরোধের জের ধরে।

তবে নিহত কাজী মাহাবুবের বাড়িতে গেলে এ বিষয়ে কেউ কোনও কথা বলতে রাজি হননি।

ওসি সেলিম রেজা আরও বলেন, ‘ঘটনার পর থেকে আকাশসহ পুরো পরিবার পলাতক রয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একজনকেই ধরতে পারলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বসহকারে পযর্বেক্ষণ করা হচ্ছে।’ তবে মামলার স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনিনি তিনি।

এদিকে কাজী মাহাবুব হত্যাকাণ্ডের প্রতিবাদে স্ট্যাম্প ভেন্ডাররা কালোব্যাজ ধারণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

উল্লেখ্য, গোপালগঞ্জে শহরের পাবলিক হল রোডের বাসিন্দা কাজী মাহাবুবের মেয়ে বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত বখাটে আকাশ। এ বিষয়ে কাজী মাহবুব থানায় অভিযোগ করলে পুলিশ কয়েকদিন আগে আকাশকে ধরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এর জের ধরে গত শনিবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে শহরের পাবলিক হল রোডে বখাটে আকাশের (২২) নেতৃত্বে একদল সন্ত্রাসী মাহাবুবকে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। রবিবার (২৩ জুলাই) গভীর রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজী মাহাবুব মারা যান।

নিহত কাজী মাহাবুব গোপালগঞ্জ সদর সাব রেজিস্ট্রার অফিসের একজন স্ট্যাম্প ভেন্ডার ও হরিদাসপুর ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…