X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সরকার কোনও সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারা প্রয়োগ করেনি: তথ্যমন্ত্রী

সাভার প্রতিনিধি
২৬ জুলাই ২০১৭, ১৫:০৪আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৫:০৪

আশুলিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী। ছবি- প্রতিনিধি সরকারের পক্ষ থেকে কোনও সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারা প্রয়োগ করা হয়নি বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘৫৭ ধারা কোনও সাংবাদিক নির্যাতন ও দমন-নিপীড়নের জন্য করা হয়নি।এটি সাইবার অপরাধ দমনের জন্য করা হয়েছে।’

বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় পিকাড কমিউনিটি স্কুল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সরকার, রাষ্ট্র বা এমপি-মন্ত্রীদের সমালোচনার জন্য কোনও সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারার প্রয়োগ হয়নি।’

কিছু সমস্যার কারণে সব প্রতিষ্ঠানে ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা সম্ভব হয়ে উঠে না উল্লেখ করে তথ্য মন্ত্রী বলেন, ‘ওয়েজবোর্ড ঘোষণার পর তা বাস্তবায়নে নজরদারি সম্ভব হয়। তবে যাদের জন্য ওয়েজবোর্ড গঠন করা হয় তাদের প্রতিনিধিরা যদি সৎভাবে তা বাস্তবায়ন করে।’

হাসানুল হক ইনু বলেন, ‘বর্তমান সরকার বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সর্বাত্মক সহযোগিতা করছে। তাই শিল্প প্রতিষ্ঠানে মালিক পক্ষকে শ্রমিকদের সব রকমের সুযোগ সুবিধা দিতে হবে।’ এছাড়া শিল্প প্রতিষ্ঠানের মালিকদের জঙ্গিবাদের বিরুদ্ধে সর্তক থাকারও আহ্বান জানান তিনি।

পিকার্ড কমিউনিটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪০জন।উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সায়ফুল ইসলাম প্রমুখ।

/এনআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা