X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আ’লীগ জনগণের স্বার্থে সংবিধান সংশোধন করেনি: মির্জা ফখরুল

বরিশাল প্রতিনিধি
২৬ জুলাই ২০১৭, ১৮:৫৬আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৮:৫৬

 বরিশালে জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ফখরুল ইসলাম আলমগীর (ছবি- বরিশাল প্রতিনিধি)

নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ অনেক চাল খাটাচ্ছে মন্তব্য করে বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,‘তারা যে সংবিধান সংশোধন করেছে, তা  জনগণের স্বার্থে নয়। তাদের ইচ্ছা সহায়ক সরকার ছাড়া ভোট কেন্দ্র দখল করে ও কারচুপির মধ্য দিয়ে আবার ক্ষমতায় যাওয়া। তবে এবার আওয়ামী লীগের এই  ইচ্ছা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।’ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষ্যে বরিশালে দুই দিনব্যাপী সফরের দ্বিতীয় দিন বুধবার অশ্বিণী কুমার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রত্যেকটি ভোট কেন্দ্রে বিএনপি’র শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। কেবল নিজেদের ভোট নয়, ভোট কেন্দ্রগুলোও পাহারা দিতে হবে। যাতে ভোট চুরি না হয়। র‌্যাব, পুলিশ দিয়ে আমাদের কেন্দ্র থেকে বের করে দেবে, তা মেনে নেওয়া হবে না।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে অলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব ও বরিশাল নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বেগম সেলিমা রহমান,সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন প্রমুখ।

বিএনপি’র মহাসচিব আরও  বলেন, ‘সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে আমরা নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি। প্রতিটি গ্রামে গিয়ে সদস্য সংগ্রহ করতে হবে বিএনপিকে শক্তিশালী করতে হবে।বিএনপি তৃণমূল মানুষের সংগঠন। বিএনপি গণতন্ত্রের জন্য লড়ছে। গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের ও শক্তিশালী নেতৃত্বের কোনও বিকল্প নেই। জনগণ আর  ২০১৪ সালের ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন চায় না। আমরা এবার সহায়ক সরকার ছাড়া নির্বাচন করতে দেবো না। জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আগাতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আগে আপনাদের রাজনীতি বুঝতে হবে। কেন আমরা রাজনীতি করি সেটা সম্পর্কে জ্ঞান রাখতে। নেতৃত্বের প্রতিযোগীতা থাকবেই, তবে এমন কোনও কাজ করবেন না যাতে দল ক্ষতিগ্রস্ত হয়। এতে আপনাদের ভাবমূর্তি নষ্ট হবে।’

আমরা এ আন্দোলনকে সফল করতে কেন্দ্র থেকে বরিশালে এসেছি উল্লেখ করে মীর্জা ফখরুল বলেন, ‘আপনারা ব্যক্তি-নির্ভর প্রচারণা করে দলের ক্ষতি করবেন না,দলের প্রচারণা করুন। সামনে নির্বাচন আসছে।তবে আমরা প্রতিমুহূর্তে তরুণদের হারাচ্ছি। তাদের জেলে যেতে হচ্ছে।’  

বরিশালে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হাতাহাতির ঘটনা ঘটে (ছবি- বরিশাল প্রতিনিধি)

এর আগে দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। সভার এক পর্যায়ে বিএনপি’র মহাসচিবের উপস্থিতিতেই কিছু কর্মীর মধ্যে হাতাহাতি ও বিশৃংখলা শুরু হলে দলীয় নেতারা হস্তক্ষেপ করে তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন।

/জেবি/

আরও পড়তে পারেন: ডিএনডির ভেতরে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে


 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা