X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নড়াইলে ১৬শ’ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে, ভেসে গেছে দুই শতাধিক মাছের ঘের

নড়াইল প্রতিনিধি
২৬ জুলাই ২০১৭, ১৯:৪৭আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৯:৪৭

নড়াইলের পৌড় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে (ছবি- নড়াইল প্রতিনিধি)

নড়াইলে চার দিনের টানা বর্ষণে ১৬শ’ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। পাশাপাশি দু’শতাধিক মাছের ঘেরও ভেসে গেছে। এছাড়া নড়াইল পৌর এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে  চরম ভোগান্তিতে পড়েছে পৌর এলাকার বাসিন্দারা।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, গত রবিবার (২৩ জুলাই)থেকে বুধবার (২৬ জুলাই)পর্যন্ত চার দিনের টানা বর্ষণে ১৪ হাজার ৫৫০ জন কৃষকের ১৬শ’ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এসব ফসলের মধ্যে রয়েছে আমন বীজতলা, আউস ও আমন ধানের গাছ, বিভিন্ন প্রকার সবজি, মরিচ ও পান।

নড়াইল কৃষি অধিদপফতরের উপ-পরিচালক শেখ আমিনুল হক বলেন,‘টানা বর্ষণে এসব জমির ফসল তলিয়ে গেলেও যদি আর বৃষ্টি না হয় তাহলে কোনো ক্ষতি হবে না। এ কারণ এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।

জেলা মৎস অফিসার হরিপদ মণ্ডল জানান, টানা চারদিনের বৃষ্টিতে দুই শতাধিক সাদা মাছ ও চিংড়ি মাছের ঘের ভেসে গেছে। মাছ চাষিরা নিজ উদ্যোগে এসব ঘের রক্ষণা-বেক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কত মেট্রিক টন মাছ ঘের থেকে খাল-বিল ও নদীর পানিতে ভেসে গেছে তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

এদিকে তিন দিনের টানা বর্ষণে নড়াইল পৌরসভার আশ্রম রোডের পশ্চিম পাশের এলাকা, ভাদুলিডাঙ্গা বৌ বাজারের দক্ষিণ পাশের এলাকা, রুপগঞ্জ পাম্প হাউসের পশ্চিম পাশের এলাকা, বন্ধন কমিউনিটি সেন্টারের উত্তর ও উত্তর-পূর্ব এলাকা, প্রয়াত চিত্রশিল্পী কাজল মুখার্জ্জীর বাড়িসহ আশে পাশের এলাকা, খাদ্যগুদামের পশ্চিম পাশের এলাকা, পৌর গোরস্থানের উত্তর পাশের এলাকা, সিটি কলেজ এলাকা, নিশিনাথ তলা এলাকা, ভওয়াখালী সরকারি প্রাইমারি স্কুল মাঠ এলাকা, পুলিশ লাইনের পশ্চিম পাশের এলাকা, দক্ষিণ নড়াইল গোরস্থানের পশ্চিম এলাকা, শিশু সদনের পশ্চিম পাশের বস্তি এলাকাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস জানান, এসব এলাকার মানুষ সামনে পেছনে জায়গা না রেখে বাড়িঘর নির্মাণ করেছে। পানি বের করতে গেলে কেউ ছাড় দিতে রাজি না। কয়েক জায়গায় পানি বের করতে গিয়ে ফেরত এসেছি। তারপরও সমাধানের চেষ্টা চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন: আ’লীগ জনগণের স্বার্থে সংবিধান সংশোধন করেনি: মির্জা ফখরুল

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!