X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কোটালীপাড়ায় স্কুলের শহীদ মিনার ভাঙচুর (ভিডিও)

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ জুলাই ২০১৭, ২২:৩৩আপডেট : ২৬ জুলাই ২০১৭, ২২:৩৭

 

কোটালীপাড়া ইউনিয়ন ইন্সটিটিউশনের শহীদ মিনার ভাঙচুর। ছবি- প্রতিনিধি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া ইউনিয়ন ইন্সটিটিউশনের শহীদ মিনার দুই যুবক ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সব মহলে ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন। ওই ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির সূত্র ধরে দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভিডিও ফুটেজে দেখা গেছে, দু’জন যুবক ওই স্কুলের শহীদ মিনারটি লাথি মেরে ভাঙার চেষ্টা করছে। এক পর্যায়ে তারা শহীদ মিনারের কিছু অংশ ভেঙে হাতে নিয়ে উল্লাস করে।

স্কুলের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে বলেন, ‘শহীদ মিনারের অবমাননা ও আংশিক ভাঙচুরের ঘটনা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, ‘ভিডিও চিত্র দেখে আমরা দুই যুবককে চিহ্নিত করেছি। তাদের নাম ঠিকানা আমাদের কাছে আছে। তদন্তের স্বার্থে তাদের নাম ঠিকানা প্রকাশ করা যাচ্ছে না। আমরা অভিযান চালিয়ে ওই দুই জনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।’

প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে আরও জানান, ‘সোমবার  স্কুলের ৮ম শ্রেণির ছাত্র সাকিব শেখকে ক্লাস থেকে ৭ দিনের জন্য মৌখিক বহিষ্কার করা হয়। তারপর সহকারী প্রধান শিক্ষক মতিয়ার হোসেনকে লাঞ্ছিত ও আমার কক্ষ (প্রধান শিক্ষক) ভাঙচুরের ঘটনা ঘটে।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, সহকারী প্রধান শিক্ষককে লাঞ্ছনা ও প্রধান শিক্ষকের কক্ষ ভাঙচুরের ঘটনায় ৪ জনের নাম উল্লেখসহ আরও ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে সোমবার বিকালে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে বাদী হয়ে মামলাটি করেন। সোমবার সন্ধ্যায় সাকিব শেখকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। তবে শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় এখনও মামলা হয়নি।’

 

/এনআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!