X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে টিলা ধসের আশঙ্কা, ঝঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের নজরদারি

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ জুলাই ২০১৭, ০৫:৫৯আপডেট : ২৭ জুলাই ২০১৭, ০৬:৩০

শ্রীমঙ্গলে ধসের ঝুঁকিতে থাকা একটি টিলা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজারের লাউয়াছড়া, মাগুরছড়া ও জুড়ীতে সম্প্রতি বেশ কয়েকটি টিলা ধসে পড়েছে। এবারে দীর্ঘস্থায়ী বন্যার কারণে আবার টিলা ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এসব এলাকায়। শঙ্কা নিয়েও এসব টিলায় বসবাস করছেন স্থানীয়রা। তবে টিলা ধসের আশঙ্কায় জেলা প্রশাসনের নির্দেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে প্রশাসনের নজরদারি।
টিলা ধসের আশঙ্কায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— কমলগঞ্জ সদর ইউনিয়নের মাগুরছড়া, মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা, হীরামতি ও গবিনছড়া, আলীনগর ইউনিয়নের ডবলছড়া, ইসলামপুর ইউনিয়নের কুরমা এবং আদমপুর ইউনিয়নের কালেঞ্জী পুঞ্জি। এর বাইরে শ্রীমঙ্গল উপজেলার নাহার চা বাগানে তিনটি খাসিয়া পুঞ্জি, নিরালা পান পুঞ্জি ও লাংলিয়াছড়া পান পুঞ্জি এলাকার টিলায় পাকা বাড়িতে বসবাসরত তিন শতাধিক খাসিয়া পরিবারও রয়েছে ঝুঁকিতে। স্থানীয়রা বলছেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে জুড়ী উপজেলার ভজিটিলা ও বড়লেখা উপজেলার ডিমাই এলাকা। এসব এলাকার খাস টিলায় বসবাস করছেন বাস্তহারা লোকজন।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে অবস্থিত মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যানরা জানান, খাসিয়ারা দীর্ঘদিন ধরে এসব পাহাড়ি টিলা বন্দোবস্ত নিয়ে বসবাসসহ জুমচাষ করে আসছেন। তারা খুব সতর্কতার সঙ্গে মাচাং করে কাঁচা-পাকা ঘর তৈরি করে থাকেন। নিজেদের স্বার্থেই তারা কেউ কখনও পাহাড় কাটেন না। তাই খাসিয়া পুঞ্জিগুলোতে ধসের আশঙ্কা কিছুটা কম। তা সত্ত্বেও এসব পুঞ্জির অধিবাসীরাও সতর্ক রয়েছেন।
লাওয়াছড়ায় পাহাড় ধসে ৪ ঘণ্টা বন্ধ ছিল সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ এদিকে, গত ১৯ জুন লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে মোকামটিলা এলাকায় পাহাড় ধসে পড়লে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাড়ে ৪ ঘণ্টা বন্ধ ছিল। এর আগে-পরে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ উপজেলায় ঝুঁকিতে থাকা এলাকা পরিদর্শন করেছেন। মাইকিং করে ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদে সরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়।
কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অতিবৃষ্টিতে যেকোনও সময় টিলা ধসে বিপদ ঘটতে পারে। গত ১৮ জুন রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা পাহাড়ি টিলার পাশ থেকে এমন ঝুঁকিতে থাকা দু’টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। আরও সাতটি খাসিয়া পুঞ্জিতে ৪০-৪৫টি করে পরিবার বাস করছে। এব এলাকায় উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।’
অন্যদিকে, জুনের শুরুতে টানা বৃষ্টিতে জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নে টিলাধস দেখা দেওয়ায় ২২টি পরিবার আশ্রয় নেয় মনতৈল এলাকার কে বি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু বিদ্যালয়টির পাশ ঘেঁষে রয়েছে একটি উচুঁ টিলা। অতিবৃষ্টিতে টিলাটির একাংশ ধসে পড়ায় আশ্রয়কেন্দ্র বিদ্যালয়টিই এখন ঝুঁকির মুখে।
জুড়ীর ইউএনও মিন্টু চৌধুরী মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের নজরদারি আছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।’
ধসের ঝুঁকিতে থাকা আরও একটি টিলা শ্রীমঙ্গল নাহার বাগানের ব্যবস্থাপক পীযুশ ভট্টাচার্য মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের চা বাগানের তিনটি টিলা দীর্ঘ সাত-আট বছর ধরে দখলে নিয়ে রেখেছেন খাসিয়ারা। ঘরবাড়ি তৈরি করে তাদের শতাধিক পরিবার বসবাস করছেন এসব টিলায়। তারাও ধসের ঝুঁকিতে রয়েছেন। বিষয়টি আমরা উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।’
বন্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসি) তবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাউয়াছড়া ও মাগুরছড়া পুঞ্জির দুইটি টিলা ধসের আশঙ্কায় রয়েছে। এই দুই টিলায় খাসিয়া নৃগোষ্ঠীর ৬৩টি পরিবার জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। কোনও দুর্ঘটনা ঘটলে তো আমাদের ওপরই দোষ পড়বে।’
শ্রীমঙ্গলের ইউএনও মো. মোবাশ্বেরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলার রাধানগর ও মোহজেরাবাদে খাস জমিতে বেশ কয়েকটি পরিবারের বসতি ঝুঁকিতে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও তারা সরছে না। খাসিয়া পুঞ্জিগুলোও আমাদের নজরদারিতে রয়েছে।’ লাউয়াছড়া ও মাগুরছড়া এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠির সদস্যরা শত ঝুঁকি সত্ত্বেও নিজেদের জায়গা ছেড়ে যাবে না বলেও মনে করে তারা।
মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চারটি উপজেলার ঝুঁকিপূর্ণ টিলায় বসবাসরতদের সতর্ক করা হয়েছে। এরই মধ্যে মাইকিং করা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ টিলায় প্রশাসন নিয়মিত নজর রাখছে।’

আরও পড়ুন-

সীতাকুণ্ডে হামে আক্রান্ত আরও ৫ শিশু হাসপাতালে

রাবির অতিথি ভবন ক্রয়ে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি

লক্ষ্মীপুরে তলিয়ে গেছে রোপা আমন, ভেসে গেছে মাছের ঘের

/টিআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা