X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দাবি আদায় না হলে ভিসি অপসারণ আন্দোলনের হুমকি বরিশাল বিশ্ববিদ্যালয়ে

বরিশাল প্রতিনিধি
২৭ জুলাই ২০১৭, ১৯:৪৪আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৯:৫৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ২২ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত আছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) এই আন্দোলনের পঞ্চম দিনে এসে তিন দিনের আলটিমেটার ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। রবিবারের (৩০ জুলাই) মধ্যে তাদের দাবি-দাওয়া পূরণ না হলে উপাচার্য অপসারণের একদফা আন্দোলন শুরুর হুমকি দিয়েছেন তারা।
অনার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাস্টার্সে ভর্তির সুযোগ, আবাসন, যাতায়াত, ক্যাম্পাসে ওয়াইফাই সংযোগ, বিনোদন, খেলাধূলার ব্যবস্থা করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নামাজের স্থান, সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ২২ দফা দাবিতে টানা পাঁচ দিন ধরে আন্দোলন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব দাবি আদায় না হলে তারা ভিসি অপসারণ আন্দোলনে যাবেন বলে হুমকি দিয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়ে কোনও ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বন্ধ রয়েছে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম।
আন্দোলনের পঞ্চম দিনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বর্তমান ভিসি তার গত দুই বছরের মেয়াদে শিক্ষার্থীদের অভাব-অভিযোগের কোনোটিই পূরণ করেননি। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের থাকার সুব্যবস্থা নেই, ক্যাম্পাসে যাতায়াতের ব্যবস্থা নেই। বিনোদন বা খেলাধূলারও কোনও সুযোগ নেই আমাদের জন্য। দীর্ঘদিন ধরে আমরা এসব দাবি জানিয়ে আসলেও তাতে উপাচার্য স্যার কর্ণপাত করেননি। তাই আমরা চূড়ান্ত আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।’ রবিবারের মধ্যে ববি উপাচার্য সশরীরে হাজির হয়ে শিক্ষার্থীদের ২২ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা না দিলে তার পদত্যাগের দাবিতে একদফা আন্দোলন শুরু হবে বলে জানান তিনি।
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলবস্থা তৈরি হলেও এই সংকট নিরসনে কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নিচ্ছে না বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। তবে বুধবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ২২ দফার একটি দাবিনামা কর্তৃপক্ষের হাতে এসেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন এবং দাবিগুলো দ্রুত মীমাংসার জন্য এরই মধ্যে কাজ শুরু করেছেন।
উল্লেখ্য, গত রবিবার থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। তাদের লাগাতার অবস্থান-ধর্মঘটের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সমিতিও একাত্মতা ঘোষণা করেছে। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা না রাখায় বরিশালের সংস্কৃতিককর্মী ও মুক্তিযোদ্ধারাও ভিসিবিরোধী আন্দোলন শুরু করেছেন। তারা বরিশাল শহরে মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

আরও পড়ুন-

বর্ষায় নড়াইলে জমে উঠেছে ডুঙ্গা বেচাকেনার হাট

‘দেশের সব মুক্তিযোদ্ধাদের বক্তব্য রেকর্ড করা হবে’

‘ভারতে অনুপ্রবেশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন না’

/এফএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী