X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজশাহী নগর ভবনে সংঘর্ষ, তিন নারী কাউন্সিলরসহ আহত ৫

রাজশাহী প্রতিনিধি
২৭ জুলাই ২০১৭, ২০:২৪আপডেট : ২৭ জুলাই ২০১৭, ২০:২৪

রাজশাহী নগর ভবনে সংঘর্ষ, তিন নারী কাউন্সিলরসহ আহত ৫ রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবনে মতবিনিময় সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে নগর ভবনের ভেতরে স্থায়ী কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। এতে তিন নারী কাউন্সিলরসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন, নারী কাউন্সিলর মুসলিমা বেলী, নুরুন্নাহার বেগম ও নাসিরা বেগম, অফিস সহায়ক আহামদ্দুন নবী ও শহিদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের মালি জালাল উদ্দিন। রাজশাহী নগর ভবনে সংঘর্ষ, তিন নারী কাউন্সিলরসহ আহত ৫

জানা গেছে, কর্মচারীদের ১১ দফা দাবির কারণে ১৫ ভাগ বেতন বৃদ্ধির একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই বিষয়ে বিকালে স্থায়ী কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সম্প্রতি ঘটে যাওয়া দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের আন্দোলন নিয়ে বক্তব্য দেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ টেকন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, ‘শ্রমিকরা যে আন্দোলন করেছে তা জঙ্গিদের মতো। নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করাটা শ্রমিকদের ঠিক হয়নি।’ তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সেটি প্রত্যাহার করে নেওয়ার জন্য দাবি জানান রাসিক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমির আহমেদ মামুনসহ ১১ দফা দাবির সঙ্গে জড়িত শ্রমিকরা। এর এক পর্যায়ে মেয়রের উপস্থিতিতেই শুরু হয় মারামারি। এতে কাউন্সিলরসহ পাঁচজন আহত হন। রাজশাহী নগর ভবনে সংঘর্ষ, তিন নারী কাউন্সিলরসহ আহত ৫

আহত রাসিকের নারী কাউন্সিলর নুরুন্নাহার বেগম বলেন, ‘মতবিনিময় সভায় যে যার মতো বক্তব্য দিতে পারে। সেটির প্রতিবাদ শান্তিপূর্ণভাবে করা যেতো। কিন্তু শ্রমিকদের একাংশ ইচ্ছে করেই এমন পরিস্থিতির সৃষ্টি করেছে।’

ঘটনার পরপরই নগর ভবনে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। পরে রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল মতবিনিময় সভা শেষ করে বলেন, তাদের দাবি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাও হয়েছে। তাদের দাবি মেনে ১৫ ভাগ বেতন বাড়ানো হয়েছে। পরিচ্ছন্নকর্মীদের আরও ১০ টাকা করে বেশি বেতন নির্ধারণ করা হয়েছে। রাজশাহী নগর ভবনে সংঘর্ষ, তিন নারী কাউন্সিলরসহ আহত ৫

সিটি মেয়র বুলবুল আরও বলেন, ‘মতবিনিময় সভায় শ্রমিকরা যেভাবে নারী কাউন্সিলরদের ওপরে হামলা চালিয়েছে তা এক ধরনের ধৃষ্ঠতা। ঘটনার সঙ্গে জড়িত শ্রমিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএস/ 

আরও পড়ুন- পুলিশ বলছে আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী