X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অবশেষে সরলো মাঝিড়ার ডাস্টবিন

বগুড়া প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ০২:১৭আপডেট : ২৮ জুলাই ২০১৭, ০২:৩৮

বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিড়ায় বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও মো. কামরুজ্জামান

এলাকাবাসীর দাবির মুখে অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে বগুড়ার মাঝিড়া এলাকার তিনটি দুর্গন্ধময় ডাস্টবিন। বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বর্জ্যসহ ডাস্টবিন তিনটি সরিয়ে নেওয়া হয়। 

এলাকাবাসী জানান, উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় মহাসড়কের পাশে স্থাপিত তিনটি ডাস্টবিন দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় দুর্গন্ধে ওই এলাকা দিয়ে চলাচল দূরুহ হয়ে পড়ে। বর্জ্য মহাসড়কে চলে আসায় সেখানে দুর্ঘটনার আশঙ্কাও দেখা দেয়। এগুলো সরানোর জন্য এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি জানালে তার হস্তক্ষেপে অবশেষে  আবর্জনার দুর্গন্ধ থেকে রেহাই পেয়েছেন ওই এলাকার বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান উপজেলায় বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তার উপস্থিতিতে ডাস্টবিন তিনটি সরানো হয়। এসময় উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালামসহ অন্য জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা।

এ বিষয়ে মাঝিড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম জানান, ‘প্রায় ৫ বছর আগে মাঝিড়া ক্যান্টনমেন্ট বোর্ড মহাসড়কের পাশে ডাস্টবিন নির্মাণ করেছিল। এটা রক্ষণাবেক্ষণ ও পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল মাঝিড়া ইউনিয়নকে। কিন্তু অর্থ ও সরঞ্জামের অভাবে ডাস্টবিনগুলো পরিষ্কার রাখা সম্ভব হয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ‘ওই ডাস্টবিনের ময়লার দুর্গন্ধে জনগণ ওই এলাকা দিয়ে চলাচল করতে পারতেন না। আর বৃষ্টির পানিতে বর্জ্য বগুড়া-ঢাকা মহাসড়কে চলে যেতো। এতে দুর্ঘটনারও আশঙ্কা ছিল। তাই উপজেলা পরিষদের ১ লাখ টাকা ব্যয়ে বর্জ্য পরিষ্কার ও এলাকাবাসীর স্বার্থে ডাস্টবিনও উচ্ছেদ করা হয়েছে। আবর্জনা ফেলার জন্য বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে।’

/এনআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ