X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অনিরাপদ কোনও শিল্প প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না: শ্রম সচিব

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ০৪:০৩আপডেট : ২৮ জুলাই ২০১৭, ০৪:১১

শ্রীমঙ্গলে কলকারখানা ও পরিদর্শন অধিদফতরের কার্যালয় উদ্বোধন করেন শ্রম সচিব মিকাইল শিপার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার বলেছেন, শ্রমিকের নিরাপত্তা দেখা আমাদের অন্যতম দায়িত্ব। যে প্রতিষ্ঠানে শ্রমিক অনিরাপদ থাকবে ওই শিল্প প্রতিষ্ঠান আমরা চলতে দেবো না। এই ব্যাপারে বর্তমান সরকার ও আমাদের ডিপার্টমেন্ট জিরো টলারেন্স ঘোষণা করেছে।

২৭ জুলাই বৃহস্পতিবার ২ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শ্রীমঙ্গলে কলকারখানা ও পরিদর্শন অধিদফতরের উপ মহাপরিদর্শকের কার্যালয় মৌলভীবাজার অফিস ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শিল্প সেক্টরে আমরা উন্নয়ন করছি। বিশেষ করে হবিগঞ্জ এলাকায় নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেসব শিল্প আমাদের নজরদারির আওতায় এনেছি। ইতোমধ্যে সেখানকার বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান লাইসেন্সভুক্ত হয়েছে। যদিও জনবলের অভাবের কারণে সবগুলো শিল্প প্রতিষ্ঠান লাইসেন্সভুক্ত হতে পারেনি। তবে আমরা চেষ্টা করছি লাইসেন্সভুক্ত করার জন্য। প্রত্যেক বছর এসব প্রতিষ্ঠানে লাইসেন্স নবায়ন করা হবে, আমাদের ইন্সপেক্টররা পরিদর্শনে যাবে। যেসব ত্রুটি বিচ্যুতি ধরা পড়বে সেসব ত্রুটি সমাধান হয়েছে কিনা তা পরীক্ষা করে পরবর্তী বছরের লাইসেন্স দেওয়া হবে’।

কলকারখানা ও পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক অতিরিক্ত সচিব মো. সামছুজ্জামান ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর মৌলভীবাজারের উপ মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান, সিলেট গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন হায়দার, জেমস ফিনলে টি কোম্পানির জেনারেল ম্যানেজার তাহসিন এ চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মাহবুবব রেজা। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি পদস্থ কর্মকর্তাসহ চা বাগান ও বিটিআরআই এর ঊর্ধ্বতনকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা