X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্টেশনের ফোন বাজলেও ধরেন না কেউ, হয়রানিতে রংপুরের রেলযাত্রীরা

লিয়াকত আলী বাদল, রংপুর
২৮ জুলাই ২০১৭, ১১:৫৪আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১১:৫৪

স্টেশনের ফোন বাজলেও ধরেন না কেউ, হয়রানিতে রংপুরের রেলযাত্রীরা বিভাগীয় নগরী রংপুরের রেলওয়ে স্টেশনের একমাত্র টেলিফোনটি ঘণ্টার পর ঘণ্টা রিং বাজলেও ফোনটি ধরেন না কর্তব্যরত স্টেশন মাস্টার কিংবা অন্য কোনও কর্মকর্তা। অথচ যাত্রীরা ট্রেনের সময়সূচি, কখন ট্রেন আসবে বা যাবে ইত্যাদি বিভিন্ন বিষয় জানতে ফোন করলেও না ধরার কারণে প্রতিনিয়ত হয়ারানির শিকার হচ্ছেন। এর ফলে অনেক যাত্রী কিংবা তাদের স্বজনদের নগরী থেকে ৩ মাইল দূরে অবস্থিত রেলওয়ে স্টেশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে বাধ্য হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করতে বুধবার (২৬ জুলাই) বেলা সোয়া ১১টায় বাংলা ট্রিবিউনের প্রতিনিধি নিজের মোবাইল ফোন থেকে রংপুর রেলওয়ে স্টেশনের ফোন নম্বর ০৫২১/ ৬৩০০৬ নম্বরে অন্তত ২৫ বার ফোন করলেও ফোনটি কেউই রিসিভ করেননি। ফলে প্রকৃত ঘটনা জানতে সরেজমিন রংপুর রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের কক্ষের বাইরে গিয়ে আবারও মোবাইলে ফোন দিয়ে কয়েকবার ফোন করা হলেও কর্তব্যরত স্টেশন মাস্টার ফোনটি ধরেননি।

এরপর তার কক্ষে গিয়ে ফোন না ধরার কারণ জানতে চাইলে তিনি কোনও সদুত্তোর দিতে পারেননি বরং বিরক্তির সঙ্গে বললেন, আমার অনেক কাজ, ফোন ধরার সময় কই?

সেখানে থাকা অবস্থায় অন্তত ২০/২৫টি ফোন আসলেও স্টেশন মাস্টার একবারও ফোন রিসিভ করেননি। এভাবেই দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত সেখানে অবস্থান করে দেখা গেল তিনি ফোন রিসিভ করেন না।

সেখানে অবস্থান করার সময় দুপুর সোয়া ১২টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী স্টেশন মাস্টারের কক্ষে এসে জানতে চান, তিনি অন্তত দেড়শ বার ফোন করেছেন কিন্তু কেউ ফোন রিসিভ করেননি। জানতে চাইলে এর কোনও সদুত্তোর দিতে পারেননি ওই স্টেশন মাস্টার। পরে ওই শিক্ষার্থী স্টেশন মাস্টারের কাছে জানতে চান, লালমনিরহাটগামী লোকাল ট্রেন কখন আসবে-যাবে। এর উত্তরে স্টেশন মাস্টার জানালেন, ট্রেন সাড়ে ১১টায় এসেছে পৌনে ১২টায় চলে গেছে। এ সময় শিক্ষার্থী জানালো ফোনটা রিসিভ করলে যথাসময়ে স্টেশনে এসে ট্রেনে যাওয়া যেতো। এখন অত্যান্ত জরুরি প্রয়োজনেও বাড়ি যাওয়া হলো না ।

একপর্যায়ে সাংবাদিক পরিচয় দেওয়ার পর স্টেশন মাস্টার বলেন, ব্যস্ত থাকতে হয় বলে অনেক সময় ফোন রিসিভ করা সম্ভব হয় না।

এ ব্যাপারে স্টেশন সুপার আব্দুল জব্বারের সঙ্গে কথা বলতে চাইলে তার কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ফোন রিসিভ না করার অভিযোগ আগেও পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

তবে ভুক্তভোগিদের অভিযোগ, স্টেশনের ফোনটি রিসিভ করলে অনেক বিষয় জানা যায় । কিন্তু ফোন রিসিভ না করায় অনেক বাধ্য হয়ে ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্টেশনে এসে প্রয়োজনীয় তথ্য জেনে যেতে হয়। এসব ব্যাপারে অসংখ্যবার অভিযোগ করেও কোনও কাজ হয়নি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!