X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাঁচতে চায় সাজিদ

ইমরোজ খন্দকার বাপ্পী, পাবনা
২৮ জুলাই ২০১৭, ১৭:৩৩আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৭:৩৭

পাবনা জেলা স্কুলের নবম শ্রেণির ছাত্র সাজিদ। ছবি-প্রতিনিধি

মৃত্যুর সঙ্গে যুদ্ধে ক্লান্ত, তবু হারিয়ে যায়নি এখনও বাঁচার স্বপ্ন। স্কুলশিক্ষক বাবার দুই সন্তানের ছোট ছেলে সাজিদুল বারী সাজিদ। পাবনা জেলা স্কুলের নবম শ্রেণির ছাত্র। সে এখন দুরারোগ্য ‘অ্যাকিউট মাইলোব্লাসটিক লিউকেমিয়া’ রোগে আক্রান্ত। শিক্ষক পিতার সারা জীবনের সঞ্চয় শেষ করেও তাকে সুস্থ্ করা সম্ভব হয়নি। সামনে নিশ্চিত মৃত্যু নয়, তবুও যেন মৃত্যুর হাতছানি।

রাজধানীর অ্যাপোলো হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা করানো হচ্ছে সাজিদকে। ছেলের চিকিৎসার পেছনে ইতোমধ্যে প্রায় পনের লাখ টাকা খরচ করে নিঃস্ব হয়ে গেছেন বাবা। কিন্তু ডাক্তাররা বলছেন উন্নত চিকিৎসার জন্য সাজিদকে বিদেশ পাঠাতে। বাঁচাতে হলে বিদেশ পাঠাতেই হবে তাকে এবং এ চিকিৎসা ব্যয়বহুল, এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে অ্যাপোলো হাসপাতালের হেমাটোলজি বিশেষজ্ঞ ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, ‘অ্যাকিউট মাইলোব্লাসটিক লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়েছে সাজিদ। সে এখন আমার তত্ত্বাবধানে আছে। তবে উন্নত চিকিৎসার জন্যে সাজিদকে দ্রুত বিদেশ নিয়ে যাওয়া প্রয়োজন।’ এ চিকিৎসার জন্য আরও প্রায় পঞ্চাশ লাখ টাকা লাগবে বলেও জানান তিনি। 

পাবনা জেলা স্কুলের নবম শ্রেণির ছাত্র সাজিদ। ছবি-প্রতিনিধি

টাকা প্রসঙ্গে পাবনা শহরের মাসুমবাজার এলাকার স্কুল শিক্ষক, সাজিদের বাবা আব্দুল মান্নান বলেন, ‘আমার সামান্য আয়ে জীবনে যা করেছিলাম, সব কিছু বিক্রি করেও এত টাকা যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত প্রায় পনের লাখ টাকা শেষ হয়ে গেছে। আমার কাছে আর টাকা নাই।’

তিনি আরও বলেন, ‘আমার দুই সন্তানের মধ্যে বড় ছেলে রংপুর মেডিক্যালে পড়ে, আর ছোট ছেলে সাজিদ পাবনা জেলা স্কুলের নবম শ্রেণির ছাত্র। ওরা দুই ভাই লেখাপড়ায় অনেক ভালো। ছোট ছেলেটাকে বাঁচানোর জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।’ এসময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

এ ব্যাপারে পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন বলেন,‘আমার বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাজিদুল বারী যে রোগে আক্রান্ত হয়েছে, সে রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল বলে জানতে পেরেছি। আমরা যে যার অবস্থান থেকে যদি তার পাশে দাঁড়াতে পারি, তাহলে তাকে সুস্থ করে তোলা সম্ভব।’

একজন মেধাবী ছাত্রের চিকিৎসায় মানবিক সহায়তা দিতে সমাজের হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তার পরিবার। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। সহায়তা পাঠানোর ঠিকানা- সঞ্চয়ী হিসাব নং-০১০০০৯৮১৫১৩২৪, জনতা ব্যাংক, কর্পোরেট শাখা, পাবনা। এছাড়াও বিকাশ নম্বর  ০১৭৩১৩২৫৮৩৮। সরাসরি যোগাযোগের মোবাইল নম্বর ০১৭৩১৩২৫৮৩৮.

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা