X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মানিকগঞ্জে পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে বিএনপি নেতার মৃত্যু!

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ১৭:৪৮আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৭:৪৮

মানিকগঞ্জ মানিকগঞ্জের শিবালয়ে পুলিশের ধাওয়া খেয়ে পুকুরের পানিতে পড়ে মারা গেছেন সাত মাদক মামলার আসামি বিএনপি নেতা নিজাম উদ্দিন খান ক্রিম (৫৬)। বৃহস্পতিবার (২৭ জুলাই) মধ্যরাতে এই ঘটনা ঘটে। এই নেতার পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে— তার বাড়িতে কোনও অভিযান চালায়নি পুলিশ। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘তবে টহল টিম দেখে পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে এমনটা হতে পারে।’
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার মধ্যরাতে বাড়িতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার বাবা ভয়ে বাড়ির পাশের পুকুরে আশ্রয় নেয়। পুলিশ সদস্যরা বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ি থেকে চলে গেলে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। অসুস্থ অবস্থায় দ্রুত তাকে স্থানীয় মুন্নু জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনপি’র প্রয়াত মহাসচিবের জৈষ্ঠপুত্র ও জেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, ‘নিহত নিজাম উদ্দিন খান তার বাবার খুব আস্থাভাজন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের পদে দায়িত্ব পালন করেছেন। বিএনপি’র একজন সক্রিয় নেতা ছিলেন তিনি।’

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘নিহত নিজাম উদ্দিন খান ক্রিম বিএনপি’র নেতা কিনা তা জানি না। তার বিরুদ্ধে সাতটি মাদকের মামলা রয়েছে এবং একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। বৃহস্পতিবার রাতে তার বাড়িতে পুলিশের কোনও অভিযান হয়নি। বরঙ্গাইল পুলিশ ফাঁড়ির পেছনেই তার বাড়ি। অনেক সময় টহল পুলিশের একাধিক টিম সেখানে উপস্থিত হয়। এরকম কিছু হতে পারে। এসব দেখে হয়তো তিনি ভয় পেয়ে পুকুরে ঝাঁপ দিতে পারেন।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’