X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

এক দিনে পৃথক বন্দুকযুদ্ধে দুই জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ১৪:০৫আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৫:৪৫

এক দিনে পৃথক বন্দুকযুদ্ধে দুই জন নিহত

ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে রোকন মিয়া (৪৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইউছুফ মিয়া (২৮)নামে দুই জন পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। শুক্রবার রাতে বন্ধুকযুদ্ধের ঘটনা দুটি ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোকন মিয়া (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোকন জেলার সদর উপজেলার সুহিলপুর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে। তিনি আন্তঃজেলা সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য বলে পুলিশের দাবি।

সরাইল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউন জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় অভিযানে যায় সরাইল থানা পুলিশের একটি দল। এসময় রোকন ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে থাকে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনা স্থলে  গুলিবিদ্ধ হয়ে রোকন মারা যায়।  তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অনেদিকে  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউছুফ মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই)রাত আড়াইটার দিকে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখাঁর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাদক ব্যবসায়ী ইউছুফ মিয়া কুটি ইউনিয়নের মাইজখাঁর গ্রামের নুরুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ। তবে ইউছুফ মিয়ার বিরুদ্ধে কয়টি মাদক মামলা রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে কসবা থানা পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী ইউছুফের আস্তানায় হানা দেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউছুফসহ তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশও পাল্টা হামলা করে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ইউছুফ নিহত হয়। এসময় কসবা থানার তিন পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক মনির হোসেন, কনস্টেবল ইব্রাহীম এবং নজরুল ইসলাম।

ওসি মুহাম্মদ মহিউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে ১৩৫ কেজি গাঁজা, একটি পাইপ গান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: গাজীপুরে সেই পরীক্ষার ভেন্যুতে আ. লীগের জনসভা বাতিল


সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি