X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

২৫ দিন পর ফের পদ্মা সেতুর পাইল ড্রাইভ শুরু

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
২৯ জুলাই ২০১৭, ১৪:৪৯আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৫:১০

২৫ দিন পর ফের পদ্মা সেতুর পাইল ড্রাইভ শুরু হ্যামারের সমস্যার কারণে ২৫ দিন বন্ধ থাকার পর আবার পাইল ড্রাইভ শুরু হয়েছে পদ্মা সেতু প্রকল্পে। শুক্রবার রাতে পাইল ড্রাইভের কাজ নতুন করে শুরু হয়েছে। বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

তারা আরও জানান, সেতুর ৩৬ নম্বর পিলারে পাইল ড্রাইভ করছে ২৪’শ কিলোজুল সম্পন্ন হ্যামারটি। এই হ্যামার মেরামতের কারণে পাইল ড্রাইভ বিলম্বিত হচ্ছিল। অল্প কয়েকটি ছাড়া ২৪’শ কিলোজুলের এই হ্যামারটিই সব পাইল ড্রাইভ করেছে। ৩ হাজার কিলোজুল ক্ষমতার সবচেয়ে বড় হ্যামারটি মাত্র ৩টি পাইল ড্রাইভ করে সংস্কারে চলে যায়। তবে আরও দুটি পাইল শিগগিরই পদ্মা সেতু প্রকল্পে যোগ হবে। এর একটি ১৯’শ কিলোজুল সম্পন্ন। গত ২২ জুলাই সিংগাপুর থেকে এটি রওয়ানা হওয়ার কথা। আগস্টের ৩/৪ তারিখের দিকে এটি মাওয়ায় পৌঁছার কথা রয়েছে বলেও জানান প্রকৌশলীরা। তারা আশা করছেন, আগস্টের প্রথম সপ্তাহে এটি পাইল ড্রাইভ শুরু করতে পারবে। এছাড়া সাড়ে তিন হাজার কিলোজুল ক্ষমতার আরেকটি হ্যামার জার্মানিতে তৈরি হচ্ছে। এটি আসবে আগামী নভেম্বর মাসে। ২৫ দিন পর ফের পদ্মা সেতুর পাইল ড্রাইভ শুরু

পদ্মা সেতুর সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, হ্যামার সমস্যার কারণে মূল সেতুর কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। এর আগে ২ হাজার কিলোজুল ক্ষমতার একটি হ্যামার আনা হলেও এটি বিকল হয়ে পড়ে রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি একের পর এক হ্যামার আনলেও তেমন কোনও ফল পাচ্ছে না। হ্যামারের বিষয়টি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই এই ব্যাপারে এখন বেশ গুরুত্ব আরোপ করা হচ্ছে।

এদিকে সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের লেয়ার বেইজ কংক্রিটিং সম্পন্ন হয়েছে। ২৩ জুলাই ৩৮ নম্বর পিলার ও ১৭ জুলাই ৩৭ নম্বর পিলারের বেইজ কংক্রিটিং সম্পন্ন হয়। আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যে এই পিলার দুটির কাজ সম্পন্ন হবে। এতে করে সেপ্টেম্বরে প্রথম স্প্যানটি বসানো যাবে।

জানা গেছে, সেতুর ১০ নম্বর স্প্যানটি গত ২৩ জুলাই চীন থেকে মাওয়ার উদ্দেশে রওয়ানা হয়েছে। আগস্টের মাঝামাঝি এটি পৌঁছার কথা রয়েছে।

মূল সেতুর ৮০টি পাইল স্থাপন করা হয়েছে। এর মধ্যে নদীতে ৬৪টি টিউব পাইল ও জাজিরা প্রান্তে তীরের ৪২টি বোরেট পাইল। এসব পাইলের মধ্যে কংক্রিটিং হয়েছে ৩৪টি পাইল। তবে হ্যামার সমস্যার সমাধান হলে সেতুর কাজে আরও অনেক গতি ফিরবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

/এফএস/ 

আরও পড়ুন- আগস্টে জাজিরা প্রান্তে দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মা সেতু

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি