X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বাচিপ নেতা গ্রেফতার

ফেনী প্রতিনিধি
০১ আগস্ট ২০১৭, ০০:৫০আপডেট : ০১ আগস্ট ২০১৭, ০০:৫১

গ্রেফতারের প্রতীকী ছবি ফেনীর সোনাগাজীতে স্ত্রীর দায়ের করা মামলায় এহসানুল কবীর সুমনকে (৩৫) জেলা করাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বিকালে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে হাজিরের পর বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় । গ্রেফতারকৃত এহসানুল কবীর সুমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর মেডিসিন ও বক্ষব্যাধি বিভাগের চিকিৎসক। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে তার গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন।

ডা. এহসানুল কবীর সুমন সোনাগাজীর উপজেলা সেনেরখিলের কেরামতিয়া বাজার এলাকার ভেন্ডর বাড়ীর মৃত একেএম হাফিজ আহাম্মেদ-এর ছেলে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, সুমন ছয় বছর আগে পারিবারিকভাবে ফেনী পৌরসভার ১১ নং ওয়ার্ডের বাসিন্দা নূরে আছমা নীতুকে বিয়ে করে। বিয়ের পর থেকে তিনি নানাভাবে নীতুকে যৌতুকের জন্য চাপ দেয়। নীতুর বাবা ইতিমধ্যে তাকে বিভিন্ন সময়ে ৫ লাখ টাকা দেন।

২০১৭ সালের শুরুর দিকে সুমন ফেনীর করিম টাওয়ারে জেডইউ হাসপাতালে ২৫ লাখ টাকার একটি পরিচালক শেয়ার কেনার জন্য এবং একটি গাড়ি কিনে দেয়ার জন্য চাপ দেয়। এ নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে নীতুর বাবা সুমনের নামে না কিনে নীতুর নামে জেডইউ হাসপাতালের শেয়ার কিনে দিতে রাজি হন। এতে সুমন ক্ষিপ্ত হয়ে নীতুকে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। এ ঘটনায় নীতু তার স্বামী সুমন, দেবর শাওন ও মামা শশুর মিলনের বিরুদ্ধে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় আদালত সুমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর বিভিন্ন সময় নীতু ও তার পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেয়। এতে কাজ না হওয়ায় সুমন ক্ষিপ্ত হয়ে ২৮ জুলাই নীতুর বাবার বাড়িতে গিয়ে তাকে ও তার বাবাকে দেখে নেওয়ার হুমকি দেয়।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি