X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ব্যবসায়ীর হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে দিলো পুলিশ

শেরপুর প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৭, ১১:৪৯আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১১:৫৫

জামালপুরের ব্যবসায়ীর হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে দিয়েছে শেরপুর পুলিশ। ছবি-প্রতিনিধি

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার একজন ক্ষুদ্র ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ৬২ হাজার ৭শ ৫০ টাকা উদ্ধার করে দিয়েছে শেরপুরের পুলিশ। মো. আব্দুল করিম (৫৫) নামের ওই ব্যবসায়ী বৃহস্পতিবার (৩ আগষ্ট) বিকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে মুরগি কিনে ফেরার সময় রাতের বেলা টাকা হারিয়ে ফেলেন। টাকা উদ্ধার করে শুক্রবার (৪ আগস্ট) করিমকে তা হস্তান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর পুলিশ সুপার রকিবুল হাসান গনি।

এ ব্যাপারে শেরপুর পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি বলেন, ‘রাতে টহল পুলিশের একটি দল টাকা হারানোর খবর পেয়ে তা খুঁজে দেয়।  ক্ষুদ্র ব্যবসায়ীর টাকা উদ্ধারের ঘটনাটি ছোট হলেও এটি আমাদের কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে। আমি টহল পুলিশের সকল সদস্যকে ধন্যবাদ জানাই।’

টাকা উদ্ধারের ব্যাপারে আব্দুল করিম বলেন, ‘আমি খুব গরিব। ৬০-৭০ হাজার টাকা পুঁজি নিয়ে মুরগির ব্যবসা করি। গ্রামে গ্রামে মুরগি বিক্রি করে সংসার চালাই। টাকা হারিয়ে আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম। পুলিশ ভাইয়েরা আমার টাকা উদ্ধার করে আমার পরিবারকে রক্ষা করেছেন।’

তিনি আরও জানান,  বৃহস্পতিবার বিকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গ্রামে মুরগি কিনতে গিয়েছিলেন তিনি। কিন্তু মুরগি না থাকায় মাত্র ৪০-৪৫টি মুরগি কিনে তিনি বাড়ির পথে রওনা দেন। রাত হয়ে যাওয়ায় রাস্তার চোর ডাকাতের ভয়ে একটি ব্যাগে ৬২ হাজার ৭শ ৫০ টাকা রেখে তা মুরগীর খাঁচায় রেখেছিলেন করিম। পরে জামালপুর ব্রহ্মপুত্র ব্রীজে এসে তিনি ভ্যান থেকে খাঁচা নামিয়ে দেখতে পান তার টাকার ব্যাগটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও টাকার ব্যাগ না পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ দৃশ্য দেখে সেতুতে টহলরত পুলিশের উপ-পরিদর্শক মো. হাসিবুল হাসান তার কাছে ঘটনা জানতে চান। পরে তাকে টাকা উদ্ধারের আশ্বাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

রাত দু’টা থেকে পুলিশ সদস্যরা শেরপুর-জামালপুর সড়কের ১২ কিলোমিটার সড়কে টাকা উদ্ধারে কাজ শুরু করেন। একপর্যায়ে ভোর সাড়ে চারটার দিকে পোড়ার দোকান নামক স্থানে ওই টাকার ব্যাগটি রাস্তায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে (৪ আগষ্ট) ক্ষুদ্র ব্যবসায়ী মো. আব্দুল করিমকে মেলান্দহ থেকে খবর দিয়ে শেরপুর আনা হয়। পরে তার হাতে হারিয়ে যাওয়া ৬২ হাজার ৭শ ৫০ টাকা তুলে দেওয়া হয়। এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার, ডিবি ওসি কামরুজ্জামান তালুকদারসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাকা উদ্ধারে নেতৃত্বদানকারী উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিবুল হাসান বলেন, ‘টাকা উদ্ধার করে ওই ব্যবসায়ীর হাতে তুলে দিতে পারায় পুলিশ সদস্য হিসেবে আমার খুব ভাল লাগছে। সারা রাত রাস্তার বেশ কয়েকটি স্থানে খুঁজে আমরা সফল হই।’

এএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা