X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হাসপাতালে ছাদের ধস ঠেকাতে বাঁশের খুঁটি

তৌহিদ জামান, যশোর
০৬ আগস্ট ২০১৭, ১৫:৪৮আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৫:৪৮

যশোর জেনারেল হাসপাতালে ছাদের ধস ঠেকাতে বাঁশের খুঁটি লাগানো হয়েছে। ছবি-প্রতিনিধি

যশোর জেনারেল হাসপাতালের পুরাতন দুই তলা ভবনের নিচ তলার ছাদের ফাটল ঠেকাতে বাঁশের খুঁটি দেওয়া হয়েছে। গত রোজার ঈদের দুই দিন আগে এ ফাটল চোখে পড়ে। ছাদের ধস ঠেকাতে শনিবার (৫ আগস্ট) বিমের বদলে দশটি বাঁশের খুঁটি দেওয়া হয় সেখানে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম কামরুল ইসলাম বেনু বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

ডা. একেএম কামরুল ইসলাম বেনু  বলেন, গত রোজার ঈদের দুই দিন আগে হাসপাতালের নিচ তলার ছাদে ফাটল দেখা যায়। শনিবার নিচতলার ফাটলের জায়গা এবং দ্বিতীয়তলার গ্রিলের একাংশের দেবে গেছে। বিষয়টি গণপূর্ত বিভাগকে অবহিত করেছি। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা এড়ানোর জন্য তারা দশটি বাঁশের খুঁটি লাগিয়েছে সেখানে।’

হাসপাতালে ছাদের ধস ঠেকাতে বাঁশ ব্যবহার করেছে গণপূর্ত বিভাগ। ছবি-প্রতিনিধি

তিনি আরও বলেন,  ভবনটির নিচ তলায় সার্জারি ও অর্থো এবং দ্বিতীয় তলায় মেডিসিন ওয়ার্ড। নিচ তলায় ৩০টি ও দ্বিতীয় তলায় ৭০টি বেড আছে। রোগী ও তাদের স্বজন মিলে ওখানে সবসময় প্রায় ১শ ৫০ জনের মতো মানুষ অবস্থান করেন।’  

রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, ছাদে ফাটল দেখা দিয়েছে,  পলেস্তারা খসে পড়ছে। যে কোনও সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

হাসপাতালটির দ্বিতীয় তলার গ্রিলের একাংশের দেবে গেছে। ছবি-প্রতিনিধি

এ ব্যাপারে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, কিছু বিমের অবস্থা খারাপ; বারান্দার দিকে সমস্যা আছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রোগী সরানোরও প্রয়োজন নেই। শুধু বারান্দায় কেউ অবস্থান না করলেই ঝুঁকি নেই।’ জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে এস্টিমেট ও বাজেট পাঠানো হয়েছে। অনুমোদন হওয়ার পরপরই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

হাসপতালের ছাদের পলেস্তারা খসে পড়ছে। ছাব-প্রতিনিধি

১৯৫৬ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন সংস্কার না করার কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। যশোর রোগী কল্যাণ সমিতির সদস্য শফিকুল ইসলাম পারভেজ বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বিল্ডিং সংস্কার করতে দেখিনি। কর্তৃপক্ষ আগে থেকে ব্যবস্থা নিলে এ অবস্থার সৃষ্টি হতো না।

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ওয়াহেদুজ্জামান লিটুবলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বাঁশ দিয়ে ছাদ ঠেকিয়ে রাখা হয়েছে। দরকারি ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা