X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শ্রীমঙ্গলে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জমি দখলের চেষ্টার অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৭, ১০:৫৯আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১১:০৫

সংবাদ সম্মেলন করে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ জানানো হয়। ছবি-প্রতিনিধি

শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরীর বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ এনেছেন দিলবর নগর গ্রামের তিন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যরা। রবিবার (৬ আগস্ট) উপজেলার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানান তারা।  

সংবাদ সম্মেলনে তিন পরিবারের পক্ষে নরেশ দেব বর্মা জানান, রবিবার সকালে অর্ধশতাধিক নারী-পুরুষের একটি বাহিনী তাদের মৌরসী স্বত্ব জমিতে ফলানো লেবু বাগান দখল করার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর নারীদের মারধর করে ও তাদের বাড়িঘরে ভাঙচুর চালায়, এরপর তাদের বাগানের লেবু ও কলাগাছ কেটে দিয়ে চলে যায়। হামলাকারীদেরকে গোপাল দেব বাহিনীর লোক বলে দাবি করেছেন অভিযোগকারী নরেশ।

তিনি আরও বলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামবাসী ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় দিলবর গ্রামের তিনটি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পরিবারের ১১ জন সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে নরেশ দেববর্মা আরও বলেন, গত ১৮ জুন গোপাল দেব চৌধুরীর লোকেরা তাদের ভূমির ওপরে বানোয়াট দাগ ও খতিয়ান সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে মৌলভীবাজার যুগ্ম জেলা জজ-২ আদালতে মামলা করেছেন তিনি। এরপর বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। এরই জের ধরে গোপাল বাহিনীর লোকজন রবিবার ভূমি দখলের জন্য তাদের ওপর হামলা চালায়।

দিলবর নগর গ্রামে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ছবি-প্রতিনিধি

তাদের অভিযোগ, সম্প্রতি গোপাল দেব চৌধুরীর লোকেরা ভুয়া আরএস খতিয়ান ১৫১ এবং ৮০৪ ও ৮০৫ নম্বর দাগ দুটি কাল্পনিকভাবে সৃষ্টি করে মোট ১শ ৮৯ শতক জমির মালিকানা দাবি করছেন। কিন্তু গোপাল দেব চৌধুরী চাচা স্বর্গীয় ক্ষীরোধ বিহারী দেব চৌধুরী অনেক আগেই ৩ একর ৮৭ শতক জমি বিক্রয় করেছেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইউপি সদস্য বিশ্বজিৎ দেববর্মা বলেন, ‘আদিবাসীদের সম্পূর্ণ নিরাপত্তা ও আইনি সহযোগিতা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ ব্যাপারে প্রশাসনের উদ্যোগ নেওয়া জরুরি।’

অভিযোগের ব্যাপারে গোপাল দেব চৌধুরী জানান, ওই ভূমিতে তার দখলদারিত্ব নেই। মিজান মিয়া নামের এক ব্যক্তিকে তিনি পাওয়ার অব এ্যাটর্নি দিয়ে রেখেছেন। তবে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারো ভূমি দখলের চেষ্টা, তাদেরকে নির্যাতন বা তাদের বাড়িঘর ভাঙচুর ও গাছপালা কেটে ফেলার ব্যাপারে কিছু জানেন না তিনি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, ‘আদালতের রায় অনুযায়ী ভূমির মালিক ভূমি ফিরে পাবেন। এখানে পাওয়ার অব এ্যাটর্নির জোরে কোনও অপশক্তি কাজ করতে পারবে না।’ এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

এএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা