X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শাহজাদপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসকসহ ৩ জনকে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৭, ১৮:৪৯আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৮:৫১

সিরাজগঞ্জ কর্মক্ষেত্রে অনুপস্থিত, কর্তব্য ও দায়িত্ব অবহেলার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের দুই চিকিৎসক ও এক কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।  সোমবার (৭ আগস্ট) বিকালে সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. শাহিন হাসান স্বাক্ষরিত এক পত্রে তাদের শোকজ করা হয়। তিনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই তিন জন হলেন শাহজাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা দফতরের মেডিক্যাল অফিসার (ম্যাটারন্যাল অ্যান্ড চাইল্ড হেলথ্ ফ্যামিলি প্লানিং) ডা. মো. আব্দুর রউফ, মেডিক্যাল অফিসার (ম্যাটারন্যাল অ্যান্ড চাইল্ড হেলথ্ ফ্যামিলি প্লানিং) ডা. মো. রাসেল ভুইয়া ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রেবেকা মাহমুদ।

মো. শাহিন হাসান জানান, দীর্ঘদিন থেকেই এদের বিরুদ্ধে কর্মক্ষেত্রে প্রায়ই অনুপস্থিত থাকা, দায়িত্ব অবহেলা ও গাফিলতির অভিযোগ রয়েছে। স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপনসহ শাহজাদপুর উপজেলা প্রশাসন ও রোগীর স্বজনরা বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে রবিবার (৬ আগস্ট) সরেজমিনে শাহজাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা দফতর পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময়ও তাদের কর্মক্ষেত্রে উপস্থিত পাওয়া যায়নি। এমনকি বার বার মোবাইল করা হলেও তারা রিসিভ করেননি। শোকজপত্র সোমবার বিকালে স্বাক্ষর করা হয়েছে। সমুচিত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মহাপরিচালক বরাবর পত্র পাঠানো হবে।

কর্মক্ষেত্রে অনুপস্থিত, কর্তব্য ও দায়িত্ব অবহেলার অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি শাহজাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা দফতরের মেডিক্যাল অফিসার (ম্যাটারন্যাল অ্যান্ড চাইল্ড হেলথ্ ফ্যামিলি প্লানিং) ডা. মো. আব্দুর রউফকে বগুড়ার শাহজাহান উপজেলায় শাস্তিমূলক বদলি করা হলেও তিনি প্রভাব খাটিয়ে বদলির দু’সপ্তাহ পর শাহজাদপুরে আবারও বদলি হয়ে চলে আসেন। এসেই সে আবারও আগের মতো ফাঁকি দিয়ে বিভিন্ন ক্লিনিকে প্র্যাকটিস করছেন বলেও অভিযোগ রয়েছে শাহজাদপুরে। 

ডা. আব্দুর রউফকে সোমবার বিকালে মুঠোফোনে বার বার রিং করা হলেও তিনি রিসিভ করেননি।  

ডা. মো. রাসেল ভুইয়া বলেন ‘শোকজের বিষয়টি আমি এখনও অবগত নই।’

কর্মক্ষেত্রে ফাঁকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রেবেকা মাহমুদ বলেন, ‘অসুস্থতার কারণে আমি রবিবার অফিসে যেতে পানিনি। পরবর্তীতে স্যারকে মোবাইলে জানিয়েছি। সোমবার আমি নিজেই কর্মক্ষেত্রে গিয়ে আবার ছুটিরও আবদেন দিয়েছি। শোকজের বিষয়টি আমি এখনও জানি না।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!