X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কুলাউড়ায় গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৭, ২৩:৪০আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ২৩:৫৮

মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গৃহবধূ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ আগস্ট) দুপুরে চাতলগাঁও এলাকায় তাদের গ্রেফতার করা হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুছা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত দুই আসামি হলো- নেত্রকোনার ঋষিপাড়া এলাকার সন্দ্বীপ সরকার (২১) ও তার ছোট ভাই প্রনজিত সরকার (১৯)। তারা কুলাউড়া পৌর শহরে বেশ কিছুদিন ধরে রিকশা চালায়। শহরের চাতলগাঁও এলাকায় একটি কলোনিতে দু’টি বাসা ভাড়া নিয়ে তারা থাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে ওই গৃহবধূর বিয়ে হয়। তার স্বামী ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করেন। স্বামীর সঙ্গে সম্প্রতি তার মনোমালিন্য হয়। এর জের ধরে ৩১ জুলাই বিকালের দিকে তিনি একা পার্শ্ববর্তী জুড়ী উপজেলায় বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা দেন। পথে প্রনজিতের সঙ্গে তার পরিচয় হয়। এসময় মানসিকভাবে বিপর্যস্ত দেখে প্রনজিত তাকে নিজের বাসায় নিয়ে যায়। একপর্যায়ে প্রনজিত ঘুমের বড়ি খাইয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এতে অসুস্থ হয়ে পড়লে গৃহবধূকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে সে। সুস্থ হয়ে ওঠার পর রবিবার রাত নয়টার দিকে ওই গৃহবধূ প্রণজিত ও তার ভাই সন্দ্বীপের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

প্রনজিত ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলে, ‘মানসিকভাবে অসুস্থ দেখে গৃহবধূকে বাসায় নিয়ে যাই। এরপর বেশি অসুস্থ দেখে হাসপাতালে নিয়ে যাই।’

ওসি শামীম মুছা বলেন, ‘প্রয়োজনীয় পরীক্ষার জন্য গৃহবধূকে মৌলভীবাজারের এক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রনজিত ও সন্দ্বীপকে থানায়  জিজ্ঞাসাবাদ চলছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা