X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

রাজিব বসু, পটুয়াখালী
০৯ আগস্ট ২০১৭, ১৩:৫৭আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৩:৫৭

আড়তে ইলিশের ছড়াছড়ি ইলিশের ভরা মৌসুম চলছে। সাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। গভীর সমুদ্র থেকে ইলিশ বোঝাই ট্রলারগুলো পটুয়াখালীর আলীপুর-মহিপুর, ঢোস, মৌডুবিসহ উপকূলীয় এলাকার বিভিন্ন মৎস্য বন্দরের আড়ত গুলোতে ফিরছে। তবে প্রচুর ইলিশ ধরা পরলেও বরফ সংকটের কারণে সময় মতো সাগরে যেতে পারছে না ট্রলারগুলো। বিদ্যুৎ বিভ্রাটে বরফের উৎপাদন কম হওয়ায় বরফ পেতে দেরি হচ্ছে। ফলে ফের সাগরে যেতে দেরি হচ্ছে ট্রলারগুলোর। তারপরেও যে ইলিশ পাওয়া যাচ্ছে তাতে মাছ ঘাটে ইলিশের দাম সাধ্যের মধ্যে থাকায় ক্রেতারা স্বাচ্ছন্দ্যে মাছ কিনছেন। অন্যান্য বছরের তুলনায় এবার প্রচুর সংখ্যক ইলিশ ধরা পরছে। ফলে তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাচ্ছে ইলিশ। জেলেদের চাহিদা মতো বরফ সরবরাহ করা গেলে বিগত বছরের তুলনায় এ বছর দ্বিগুন ইলিশ আহরণ করতে পারবে জেলেরা।

পটুয়াখালীর একাধিক মৎস্য বন্দর ও বাজারে দেখা যায়, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। আর তার চেয়ে বেশি ওজনের প্রতিটি ইলিশ মাছের খুচরা মূল্য দেড় থেকে দুই হাজার টাকা। এক কেজি ওজনের প্রতি কেজি ইলিশ মাত্র ১৫ দিন আগেও বাজারে বিক্রি হয়েছিল এক থেকে দেড় হাজার টাকা। 

আড়তে ইলিশের ছড়াছড়ি মৎস্য ব্যবসায়ীরা জানান, প্রতিটি ট্রলার ১৫ লাখ থেকে ২০ লাখ টাকার ইলিশ বিক্রি করেছে। বর্তমানে স্থানীয় আড়তগুলোতে গ্রেড অনুযায়ী প্রতি মন ইলিশ ২০ থেকে ২২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। আবার হাইগ্রেড ইলিশ (১ কেজি সাইজের) ৩৬ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

গভীর সমুদ্রে জেলেদের সাইনজালসহ অগভীর পানিতে খুটা জালেও পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে।

ব্যবসায়ীরা জানান, ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় কুয়াকাটা, আলীপুর ও মহিপুরের আড়তগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্ট শ্রমিকদের দম ফেলার ফুরসত নেই। দেশের বিভিন্ন স্থানে ইলিশ বহনের জন্য ছোট বড় সড়কে সারি সারি পিকআপ ও ট্রাক অপেক্ষায় রয়েছে। এ ছাড়া দূর-দূরান্তের পরিবহনের ছাদেও ককসিট বোঝাই করে ইলিশ বহন করতে দেখা গেছে।

কুয়াকাটার খুটা জেলে আব্দুর রহমান বলেন, ‘কিছুদিন ধরে তাদের খুটা জালে বেশ মাছ ধরা পড়ছে। সারা বছর এ রকম মাছ ধরা পরলে জেলেরা খরচ বাদ দিয়ে কম-বেশি দাদন শোধ করতে পারবে।’

আড়তদার আবুল হোসেন জানান, মৌসুমের শুরুতে তেমন ইলিশ পাওয়া যায়নি। তবে কিছুদিন যাবত জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে। তার আড়তে বর্তমানে প্রচুর মাছ বেচাকেনা হচ্ছে। এভাবে মাছ ধরা পড়লে জেলে ও আড়ৎ মালিকরা এবার অধিক লাভবান হবে।

ইলিশ আলীপুরের বরফকল আমেনা আইচ প্লান্টের মালিক মো. আনোয়ার হোসেন খান বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যায় না। এখন ইলিশ ধরার মৌসুম চলছে সাগরে। বর্তমানে ৫ শ’ থেকে ৭ শ’ গ্রামের ব্যাপক ইলিশ ধরা পড়ছে। তবে বরফ সংকটের জন্য ট্রলার নিয়ে সাগরে যাওয়া আসা করতে পারছে না জেলেরা।

এদিকে, মহিপুর মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দাস বলেন, ‘আমার ধারণা, মহিপুর, আলীপুর মৎস্য বন্দরটি ধ্বংস করতে কোনও মহল ষড়যন্ত্র করছে। প্রতি বছর ইলিশ মৌসুম এলেই বিদ্যুৎ নিয়ে টালবাহানা করা হয়।’

আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা জানান, এবার জেলেদের জালে অসংখ্য মাছ ধরা পড়ছে। এভাবে মাছ ধরা পড়লে মৎস্যজীবীরা দায়-দেনা মুক্ত হতে পারবে। বরফ সংকটের কারণে ট্রলারগুলো ঠিকমত সাগরে যেতে পারছে না। বিদ্যুৎ বিভ্রাটের ফলে বরফ উৎপাদন কম। তাই ইলিশের দাম কিছুটা কমে গেছে। হাইগ্রেড ৪০ হাজার টাকা আর একেবারে ছোট মাছ মন প্রতি ২২ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মনোহর কুমার বিশ্বাস বলেন, ‘জাতীয় গ্রিডে সমস্যার কারণে গত সপ্তাহে আমরা চাহিদার ২৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করতে পারিনি। তবে শনিবার (৫ আগস্ট) থেকে প্রায় ৫০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!