X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শেবাচিম হাসপাতালের সাবেক পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

বরিশাল প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ১৯:১৮আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৯:১৮

দুদক

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হেসেন জানান, বরিশাল কোতোয়ালি থানায় এ ব্যাপারে ২৫/৫১১ নং মামলাটি দায়ের করেন দুদক বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক মো. মতিউর রহমান।

 দণ্ডবিধির ৪০৯/২০১/১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের-১৯৪৭ এর ৫(২) ধারায় শেবাচিম হাসপাতালের সাবেক পরিচালক নিজাম উদ্দিন ফারুক এবং প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিল বিরুদ্ধে এ (নং-২৫/ ৫১১) মামলাটি দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

 বাদী দুদক বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক মো. মতিউর রহমান মামলার এজাহারে  বলেন,‘আগস্ট-২০১৫ থেকে ডিসেম্বর-২০১৬ সালে হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে আসামিরা অনিয়ম এবং দুর্নীতির আশ্রয় নেন।

তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গত ১ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০১৬ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ২২৬টি পদে নিয়োগপত্র দেন।

এনিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় ২০১৭ সালের ১৮ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও উপ-সচিব (পার-২) এ কে এম ফজলুল হকের স্বাক্ষরিত এক আদেশে বলা হয় শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ কার্যক্রমে ব্যাপক অনিয়মের সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

এ কারণে হাসপাতালের পরিচালকের অতিরিক্ত দায়িত্বরত অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন ফারুক, উপ-পরিচালক ডা. মো. শহিদুল ইসলাম হাওলাদার ও প্রশাসনিক কর্মকর্তা আবদুল জলিল মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এরপর দুদক এ বিষয়ে তদন্ত শুরু করে দেখে উপ পরিচালক ডা. মো. শহিদুল ইসলাম হাওলাদার নিয়োগ কমিটির সদস্য-সচিব হলেও তাকে সে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। প্রশাসনিক কর্মকর্তা আবদুল জলিল মিয়াই সদস্য-সচিবের দায়িত্ব পালন করে সব ফাইল-পত্র নিজের হেফাজতে রাখেন। আবদুল জলিল মিয়া তার দুই স্ত্রী নাছিমা হক ডেইজি এবং সালমা বেগমকে দুই পরিচয় ও ঠিকানা ব্যবহার করে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেন। তাছাড়াও নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণের সহায়ক প্রমাণপত্রও সড়িয়ে নষ্ট করে ফেলেন। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা ভিত্তিতে এ মামলাটি দায়ের করেছেন বলে জানান দুদক কর্মকর্তা।

/জেবি/

আরও পড়তে পারেন: ফেসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগে শিক্ষক আটক



 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা