X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাত জনের মৃত্যুর পর উচ্ছেদ হলো রেল ক্রসিংয়ের অবৈধ স্থাপনা

জামালপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ২০:২০আপডেট : ১০ আগস্ট ২০১৭, ২০:২০

 রেল ক্রসিংয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ কর হচ্ছে

ট্রেনের ধাক্কায় সাত অটোরিকশা যাত্রীর মৃত্যুর পর উচ্ছেদ করা হলো জামালপুর শহরের গুরুত্বপূর্ণ চন্দ্রা রেল ক্রসিংয়ের অবৈধ স্থাপনা। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় জামালপুর শহরের চন্দ্রা রেলক্রসিংয়ে  লোকাল ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার সাত যাত্রীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, কম্পপুর এলাকার রেহান আলীর ছেলে সানোয়ার হোসেন (৪০), চন্দ্রা এলাকার শাহ আলমের ছেলে মির হোসেন (৫০), বাঁশচড়া এলাকার তৈয়ব আলীর ছেলে  ইন্তাজ আলী (৫৪), কম্পপূর এলাকার শমসের আলীর ছেলে হোসেন আলী (৬০), একই এলাকার তোফায়েল মিয়ার ছেলে ফরিদুল ইসলাম (৩২), একই গ্রামের নাদের বেপারির ছেলে আব্দুর রহিম (৪৫)এবং সাহাপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী ছালেহা বেগম (৩৫)।

এই ঘটনায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিনকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিনের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও রেলওয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে চন্দ্রা ক্রসিং এলাকার ৩০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অন্যান্য ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং এলাকায়ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান।

উচ্ছেদ অভিযানের ব্যাপারে রেলওয়ে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. রেজাউল হক বলেন, এই রেলক্রসিংয়ের পশ্চিম পাশে ১০২ ফুট এবং পূর্ব পাশে ৪৮ ফুট অবৈধ স্থাপনা আছে। পর্যায়ক্রমে রেলের এই জায়গা দখলমুক্ত করা হবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ১৯৮৪ সাল পর্যন্ত এই রেল ক্রসিংয়ে গেট বেরিয়ার ছিল। এর পর থেকে আজ  পর্যন্ত কোনও গেট বেরিয়ার নেই।

উল্লেখ্য, ২ বছর আগেও এই ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তিন জন সিএনজি যাত্রী নিহত হয়।

এই এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান জিলানী বলেন, ‘অবৈধ স্থাপনার কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটছে।

একই এলাকার বাসিন্দা মোতালেব হোসেন বলেন, গুরুত্বপূর্ণ এই রেল ক্রসিংয়ে কোনও গেটম্যান নেই। দ্রুত একজন গেটম্যান নিয়োগ দিলে এই ক্রসিংয়ে আর কোনও জান-মালের ক্ষতি হবে না। এই এলাকা শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে থাকার কারণে কোনও ট্রাফিক ব্যাবস্থাপনাও নেই।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিমুল ইসলাম মজুমদার বলেন, ‘গেট বেরিয়ার নিয়োগের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আশাকরি অতিদ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।’

/জেবি/

আরও পড়তে পারেন: বেনাপোলে ১২টি সোনার বারসহ পাচারকারী আটক

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!