X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আগৈলঝাড়ায় স্কুলছাত্রী ধর্ষণ: আসামি দীপকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বরিশাল প্রতিনিধি
১১ আগস্ট ২০১৭, ০৫:০২আপডেট : ১১ আগস্ট ২০১৭, ০৫:০৭

বরিশাল বরিশালের আগৈলঝাড়ায় রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে স্কুলছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি দীপক জয়ধর। দীপক আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের দ্বীজেন জয়ধরের ছেলে। ওই মামলায় দীপক ছাড়াও তার মা পুষ্প জয়ধর ও স্ত্রী কচি জয়ধরও জেলহাজতে রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দু’দিন পুলিশ রিমান্ড শেষে বুধবার বিকালে দীপক জয়ধর বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাবুল ইসলামের আদালতে ওই ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের নির্দেশে মা পুষ্প রানী এবং স্ত্রী কচি রানীকেও দু’দিন জেল গেটে জিজ্ঞাসাবাদ করার সময় তারাও তাদের অপরাধ স্বীকার করে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই শাহজাহান।

আগৈলঝাড়া থানার ওসি আবদুর রাজ্জাক মোলালা জানান, দীপকের পাশের বাড়ির বাসিন্দা তাপস শীলের সঙ্গে ঘটনার দিন রাতে দীপকের বাড়িতে অবস্থান নেয় মামলায় অজ্ঞাতনামা বলে উল্লেখিত ধর্ষক গৌরনদী থানার কুদ্দুস ফকিরের ছেলে কাওছার ফকির।

তাপস টরকী বন্দরে সেলুন ব্যবসার আড়ালে এলাকার দীপকসহ বিভিন্ন ব্যক্তির কাছে মাদক বিক্রি করে আসছিল। সেলুন ব্যবসার সুবাদে কাওছারের সঙ্গে তাপসের সখ্যতা গড়ে ওঠে। দীপকের পরিবারও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনার দিন ২৯ জুলাই রাতে ওই স্কুলছাত্রীকে রাত ১১টার দিকে দীপক ও তার স্ত্রী কচি ফোন করে দীপকের ঘরে ডেকে আনে। সেখানে আগে থেকেই তাপস শীল, তার বন্ধু কাওছার, গৌরনদীর নন্দনপট্টি গ্রামের শফি মৃধার ছেলে সেন্টু মৃধা উপস্থিত ছিল। এসময় কাওছার তাকে ধর্ষণ করে।

একপর্যায়ে ওই কিশোরী চিৎকার দিলে স্থানীয় লোকজন জড়ো হয়ে দীপক, তার মা ও স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেয়। এসময় কৌশলে তাপস, কাওছার ও সেন্টু পালিয়ে যায়। ওই রাতে এলাকায় ডিউটিরত এএসআই মিন্টু লাল হীরা ঘটনাস্থল গিয়ে কিশোরীকে উদ্ধার করেন। ধর্ষণে সহায়তা করার অপরাধে দীপক, তার মা পুষ্প জয়ধর, স্ত্রী কচি জয়ধরকে আটক করে থানায় নিয়ে আসেন তিনি। ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালে মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়।

ঘটনার পর দিন ৩০ জুলাই ওই স্কুলছাত্রী মামলা করে। গত রোববার পুলিশ আসামিদের রিমান্ডের আবেদন জানালে আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
ব্রাইটনের বিপক্ষে হাল্যান্ডকে পাচ্ছে না ম্যানসিটি
ব্রাইটনের বিপক্ষে হাল্যান্ডকে পাচ্ছে না ম্যানসিটি
ফেসবুক পোস্ট দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, বোমায় আহত ৪
ফেসবুক পোস্ট দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, বোমায় আহত ৪
‘নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করার চেষ্টা চলছে’
‘নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করার চেষ্টা চলছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ