X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জের হাওরে মিলছে না দেশি প্রজাতির মাছ

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
১১ আগস্ট ২০১৭, ১৪:০৬আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৫৭

হাওরে মিলছে না দেশি প্রজাতির মাছ দেশি মাছের ভাণ্ডারখ্যাত কিশোরগঞ্জের হাওর বেষ্টিত ইটনা, মিঠামইন, নিকলী ও অষ্টগ্রাম উপজেলায় মিলছে না মাছ। চলতি বর্ষা মৌসুমেও জেলেদের জালে ধরা পড়ছে না বিভিন্ন প্রজাতির দেশি মাছ। নদী ভরাট, ইঞ্জিনচালিত নৌকার ফুয়েল পানিতে পড়ে পরিবেশ বিপর্যয়, অবৈধ জালের ব্যবহারসহ বিভিন্ন কারণে হাওরে মাছ কমে গেছে। ১২ প্রজাতির মাছ মারাত্মকভাবে বিপন্ন, ২৮ প্রজাতির মাছ মোটামুটি বিপন্ন।

স্থানীয়রা জানান, হাওর বেষ্টিত উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত কালনি-কুশিয়ারা, ধনু, ঘোড়াউত্রা, নরসুন্দা ও সোইজনী নদীর নাব্যতা কমে যাওয়ায় মাছ পাওয়া যাচ্ছে না। এসব অঞ্চলের জীব-বৈচিত্র্য ধ্বংসের ফলেই দেশি প্রজাতির মাছের অভাব দেখা দিয়েছে। এছাড়া অবৈধ কারেন্ট জাল, ভীম জাল, মশারি জাল, বেড় জাল, কোনা বেড় জাল দিয়ে মাছ শিকার পদ্ধতিও এর জন্য দায়ী।

নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, হাওরের মাছের সুনাম সারা দেশেই রয়েছে। কিন্তু বর্তমানে হাওরে দেশি মাছ খুব একটা চোখে পড়ছে না। যাও পাওয়া যাচ্ছে বিক্রি হচ্ছে চড়া দামে।

হাওরে মিলছে না দেশি প্রজাতির মাছ জানা যায়, শুধু নিকলীতেই ১৪০ বর্গ কিলোমিটার এলাকায় প্লাবন ভূমিসহ ৩৮টি জলমহাল রয়েছে। প্রতি বছর নিকলী উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৩ হাজার মেট্রিক টন। আর নিকলীর হাওরে উৎপাদন হয় ৬ হাজার ৩০০ মেট্রিক টন মাছ। অর্ধেকেরও বেশি মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন মৎস্যজীবীরা। এসব জলমহাল থেকে একসময় মিঠাপানির চিংড়িসহ বহু প্রজাতির দেশি মাছ বিদেশে রফতানি হতো। নিকলী উপজেলার হাওরে মিঠাপানির ২৬০ প্রজাতির মাছ রয়েছে। এরমধ্যে ১২ প্রজাতির মাছ মারাত্মকভাবে বিপন্ন, ২৮ প্রজাতির মাছ মোটামুটি বিপন্ন।

২০১২ সালে সরকারকারিভাবে নিকলী হাওরে একটি মৎস্য প্রকল্প চালু হলেও এক বছরের মাথায় সেটি বন্ধ হয়ে যায়। এমনকি হাওরে কি কি মাছ বিলুপ্তির পথে তার কোনও তালিকাও নেই মৎস্য অধিদফতরের কার্যালয়ে।

পশ্চিম নিকলী মৎস্য সমবায় সমিতির সভাপতি গোপাল দাস জানান, দুই যুগে প্রায় শতাধিক দেশি প্রজাতির মাছ হাওর থেকে হারিয়ে গেছে। নামাবিল, সিনং, ভূম মাছ, চেলাপাতা, কাশিখয়ারা, ধারকিনা, লালচান্দা, তিতপুঁটি, নেফটানি, নাপিত কৈ, বাঘা গোতম, নাঙ্গাটালু, গোলা, কাঙলা, মধু, আকস, পান, মাসুল, কোরাল, রানী বা রানদী, হিলুরীন, চেলা, বিলুশৈল, এলং মাছ বিলুপ্তির পথে।

হাওরে মিলছে না দেশি প্রজাতির মাছ চামটা বন্দরের মাছ ব্যবসায়ী মজিদ মিয়া জানান, কয়েক বছর আগেও বামট বা বাইম, কৈলাশ, কাল বাউশ, চিতল, নানীন, ভাচাঁ, গাওরা, গাগলা, পাবদা, বাগাই, রিডা, পুমা, লাচু, টেকা, লিকো বা কাজলী, বেদা বা মিনিক, কাদলা, খাইক্কা, পাঙাস, মৃগেল, শিং, মাগুর, কৈ, চান্দা, বেলে, টেংরা, বাতাই বা আলনি মাছ ঝাঁকে ঝাঁকে ধরা পড়েছে জেলেদের জালে। কিন্তু বর্তমানে এসব মাছ পাওয়া গেলেও তা খুব কম।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব আর মানবসৃষ্ট নানা কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে এসব দেশি মাছ। তার সঙ্গে নদীর নাব্যতা কমে যাওয়া এবং মৎস্য অভয়াশ্রম না থাকাতেও কমে যাচ্ছে এ অঞ্চলের দেশি প্রজাতির মাছ। এছাড়া হাওর এলাকার কৃষি জমিতে মাত্রাতিরিক্ত সার প্রয়োগ, অবৈধ জাল ব্যবহার করে নির্বিচারে মৎস্য নিধন, কীটনাশকের মাধ্যমে মাছ ধরা ও জীব-বৈচিত্র্য ধ্বংসের কারণেই দেশি প্রজাতির মিঠাপানির মাছে আকাল দেখা দিয়েছে।

/বিএল/

বিএল
সম্পর্কিত
প্রচণ্ড শীতে কৃষিকাজে বেগ পেতে হচ্ছে হাওরের চাষিদের
হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ