X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে সাব-রেজিস্ট্রার না থাকায় ভোগান্তি

ময়মনসিংহ প্রতিনিধি
১২ আগস্ট ২০১৭, ০৩:১৯আপডেট : ১২ আগস্ট ২০১৭, ০৪:১০





ময়মনসিংহ সাব-রেজিস্ট্রি অফিস ময়মনসিংহ সদরে সাব-রেজিস্ট্রার বদলির ১১ দিন পরেও নতুন সাব-রেজিস্ট্রার যোগদান না করায় থমকে গেছে ময়মনসিংহ সদর ভূমি রেজিস্ট্রি অফিসের কাজ। ফলে ভোগান্তিতে পড়েছেন ময়মনসিংহ সদরের হাজার হাজার মানুষ।



স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, দলিল লেখকদের দিয়ে সব কাজ করার পর গত এক সপ্তাহের মধ্যে ৪ দিন তিনি এ অফিসে এসেছেন। কিন্তু সাব-রেজিস্ট্রার না থাকায় তার জমি রেজিস্ট্রি কাজ শেষ করতে পারছেন না।
তিনি আরও জানান, সংসারের প্রয়োজনে জমি বিক্রি করলেও রেজিস্ট্রি কাজ শেষ না হওয়ায় পাওনা টাকা নিতে পারছেন না।
ময়মনসিংহ সদরের দাপুনিয়া গোষ্টা গ্রামের শামছুল হক মাস্টার সুহিরা মৌজায় কেনা জমির নাম খারিজ করতে দলিলের নকল উঠানোর জন্য গত ১৫ দিন আগে আবেদন করেছেন। ৫ দিন ধরে তিনি টানা ভূমি রেজিস্ট্রি অফিসে আসছেন। কিন্তু সাব-রেজিস্ট্রার না থাকায় দলিলের নকলের সার্টিফাইড কপি নিতে পারছেন না। শুধু আনোয়ার হোসেন কিংবা শামছুল হক মাস্টারই না, এ রকম ভোগান্তিতে পরেছেন অনেকে।
জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী কাজল কুমার চন্দ্র জানান, ময়মনসিংহ সদরের সাব-রেজিস্ট্রার সাইফুল ইসলাম গত ২৩ জুলাই ঢাকায় বদলি হন। ফলে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় তারাকান্দা উপজেলার সাব-রেজিস্ট্রার উমর ফারুককে। তিনি একাধারে ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রারের দায়িত্বও পালন করছেন। একই ব্যক্তি ৩টি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় রেজিস্ট্রি সংক্রান্ত কোনও কাজ করতে পারছেন না। এমনকি তিনি অফিসেও আসছেন না।
অতিরিক্ত দায়িত্বে থাকা সদরের সাব-রেজিস্ট্রার উমর ফারুক জানান, ৩টি অফিসের দায়িত্বে থাকায় কোনও কাজই সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না। শিগগিরই ময়মনসিংহ সদর ভূমি রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রার যোগদান করবেন, তখন আর কোনও সমস্যা থাকবে না।
দলিল লেখক আব্দুল করিম সরকার জানান, সদরের সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিদিন গড়ে শতাধিক জমি রেজিস্ট্রির কাজ ছাড়াও দলিলের নকলের কাজ, সার্টিফাইড কপিসহ বিভিন্ন কাজ হয়ে থাকে। সাব-রেজিস্ট্রার না থাকায় শুধু সাধারণ মানুষ না, দলিল রেজিস্ট্রি কাজে নিয়োজিত দলিল লেখকরাও সমস্যায় পরেছেন।
জেলা নকল নবিশ সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, রেজিস্ট্রিসহ অন্যান্য কাজ না হওয়ায় সরকারও লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত নতুন সাব-রেজিস্ট্রার যোগদান না করলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
/এসএসএ/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা