X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

না.গঞ্জের অনেক উন্নয়নে আমাদের ছোঁয়া আছে: এরশাদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ আগস্ট ২০১৭, ০৭:০৩আপডেট : ১২ আগস্ট ২০১৭, ০৭:০৩

না.গঞ্জের অনেক উন্নয়নে আমাদের ছোঁয়া আছে: এরশাদ নারায়ণগঞ্জের অনেক উন্নয়নে আমাদের ছোঁয়া লেগে আছে বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি বলেন, ‘ক্ষমতায় থাকতে আমরা নারায়ণগঞ্জ ও নরসিংদীকে জেলা করেছিলাম। এপর থেকে নারায়ণগঞ্জের অনেক উন্নয়নও করেছি। যেখানে আমাদের হাতের ছোঁয়া লেগে আছে। আশা করি আপনারা আমাদের ভুলে যাননি। আগামীতে ক্ষমতায় গেলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।’

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক সংসদ সদস্য প্রায়ত ডা. সাদাত আলী সিকদারের আত্মার মাগফেরাত ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘আমার সৌভাগ্য সদ্য প্রয়াত ডা. সাদত আলী সিকদারের মতো একজন গুনী ব্যক্তির সান্নিধ্য পেয়েছি।’

এ সময় এরশাদ দলের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবসংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনকে আগামী জাতীয় সংসদ নিবার্চনে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। পরে তিনি বলেন, ‘আশা করছি আপনারা আগামীতে ভোট দিয়ে  তাকে সংসদে যাওয়ার সুযোগ করে দেবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহজালাল মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ সুন্দর আলী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সভাপতি মোজাহিদুর রহমান হেলো সরকার, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল পারভেজ, সাবেক এমপি এমদাদুল হক ভুঁইয়া, জাতীয় পার্টির নেতা আলম সিকদার প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
প্রসঙ্গ ‘অলক্তক’
প্রসঙ্গ ‘অলক্তক’
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে