X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খুলনায় ২২ কোটি টাকার কোকেনসহ ৬ জন গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১২ আগস্ট ২০১৭, ১৪:৫৪আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৫:৩৪

খুলনায় ২২ কোটি টাকার কোকেন উদ্ধার খুলনা মহানগর ও দাকোপ উপজেলায় অভিযান চালিয়ে সোয়া ২ কেজি কোকেনসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার করা কোকেনের মূল্য প্রায় ২২ কোটি ৫০ লাখ টাকা। ধরা পড়া চক্রটি দেড় বছর ধরে কোকেন বিক্রির চেষ্টা করছে বলে জানান র‌্যাবের কর্মকর্তারা।

র‌্যাব-৬ এর সদস্যরা শুক্রবার রাতভর এ অভিযান চালান। শনিবার (১২ আগস্ট) দুপুরে র‌্যাব-৬ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র‌্যাব ৬ এর পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা হচ্ছেন- খুলনার রূপসা উপজেলার আইচগাতী এলাকার মো. সহিদ মল্লিকের ছেলে মো. সোহেল রানা (৩৫), ডুমুরিয়া উপজেলার বাসিন্দা রূপসা উপজেলার রাজাপুর এলাকার নিত্যানন্দ ও ভাড়াটিয়া বিকাশ চন্দ্র বিশ্বাস (৩৫), মহানগরীর টুটপাড়া এলাকার মৃত শিকদার আইয়ুব আলীর ছেলে এস এম এরশাদ আলী (৪৮), গগন বাবু রোড এলাকার মৃত এম এ ওয়াহিদের ছেলে মো. আরিফুর রহমান ওরফে ছগির (৬০), দাকোপ উপজেলার বউমার গাছতলা এলাকার মৃত কৃষ্ণপদ মণ্ডলের ছেলে বিকাশ চন্দ্র মণ্ডল (৫৫) এবং মৌখালী এলাকার মো. ইউনুস আলী ফকিরের ছেলে মো. ফজলুর রহমান ফকির (৩৭)। খুলনায় ২২ কোটি টাকার কোকেনসহ গ্রেফতার ৬

র‌্যাব-৬ এর পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় ময়লাপোতা মোড় এলাকা থেকে সোহেল রানাকে ২৩০ গ্রাম কোকেনসহ গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। এরপর তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গগনবাবু রোড এলাকার একটি বাড়ি থেকে কোকেন বিক্রির মূল হোতা আরিফুর রহমান ওরফে ছগিরকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দাকোপ উপজেলায় রাত ৩টার দিকে অভিযান চালিয়ে বিকাশ চন্দ্র মণ্ডল ও ফজলুর রহমান ফকিরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে টুটপাড়ায় অভিযান চালিয়ে এস এম এরশাদ আলীকে ধরা হয়। এর পর রূপসা উপজেলার রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বিকাশ চন্দ্র বিশ্বাসকে গ্রেফতার করা হয়। বিকাশ কোকেনের ৩টি প্যাকেট বের করে দেয়। যাতে ২ কেজি ২০ গ্রাম কোকেন পাওয়া যায়। খুলনায় ২২ কোটি টাকার কোকেনসহ গ্রেফতার ৬

র‌্যাব পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম জানান, এ চক্রটি দেড় বছর ধরে এ কোকেন বিক্রির জন্য চেষ্টা চালিয়ে আসছিল। কিন্তু ক্রেতা না পাওয়ায় তারা বিক্রি করতে পারেনি। তবে বিক্রির প্রচেষ্টা হিসেবে বিভিন্ন স্থানেই কোকেন সরবরাহ করেছে। উদ্ধার করা কোকেন পরীক্ষা করে দেখা গেছে এটি ৮০ শতাংশ পর্যন্ত পিওর।

তিনি বলেন, ‘কোকেনের উৎপত্তি হচ্ছে উত্তর ও দক্ষিণ আমেরিকায়, যা ইউরোপ হয়ে আমাদের দেশ পর্যন্ত চলে আসছে। গত এপ্রিল মাসে বিমান বন্দর থেকে সাড়ে ৭’শ গ্রাম কোকেন জব্দ হয়েছিল। খুলনা অঞ্চলে আগে এ ধরনের মাদক জব্দ করার রেকর্ড নেই। এটাই সম্ভবত প্রথম চালান। এ ঘটনায় খুলনা মহানগরীর সদর থানায় মামলা দায়ের করা হবে। এ মামলাটির তদন্ত র‌্যাব ৬ থেকেই করা হবে।’

/এফএস/ 

আরও পড়ুন- মুক্তামনির আরও ৬টি অস্ত্রোপচার লাগবে

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ