X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাথর বোঝাই ট্রাকে সেতু ভেঙে খালে

পিরোজপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০১৭, ১৬:০৬আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৬:০৮

দুটি পাথরবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনে ভেঙে পড়ে সেতুটি (ছবি-প্রতিনিধি)

ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে সেতু ভেঙে খালে পড়ে গেছে। পিরোজপুরের ভাণ্ডারিয়ার মাদার্শীতে শুক্রবার (১১ আগস্ট) রাতে দুটি পাথরবোঝাই ট্রাক বামনের খালের সেতু পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। ফলে পিরোজপুর-ভাণ্ডারিয়া-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের বিভিন্ন রুটের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

পিরোজপুর জেলা পরিষদের সদস্য (ইকরী-তেলীখালী-ধাওয়া) আব্দুল হাই হাওলাদার জানান, সাতক্ষীরার ভোমরা থেকে দুটি পাথরবোঝাই ট্রাক পিরোজপুর হয়ে মঠবাড়িয়ার দিকে যাচ্ছিল। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পাথরবোঝাই ট্রাক দুটি একসাথে মাদার্শী এলাকার বামনের খালের ওপরে থাকা সেতুর ওপর উঠলে তা ভেঙে  খালে পড়ে যায়। 





পিরোজপুরের ভাণ্ডারিয়ার মাদার্শীতে ট্রাকসহ বামনের খালের সেতুটি ভেঙে যায় (ছবি-প্রতিনিধি)

তিনি আরও বলেন, গভীর রাতে বিকট শব্দ পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনার পর থেকে ট্রাক দুটির চালক ও হেলপার পলাতক আছেন।

এ ব্যাপারে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের  উপ-সহকারী প্রকৌশলী মো. ফখরুল ইসলাম বলেন, ‘সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল।  অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক সেতুতে ওঠার কারণে তা ভেঙে গেছে।’

বামনের খালে ট্রাকসহ পড়ে যাওয়া সেতু (ছবি-প্রতিনিধি)

পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, মাদার্শী এলাকার বামনের খালের সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক বিভাগের পক্ষ থেকে পাঁচ টনের বেশি মালামাল নিয়ে সেতু পার হতে নিষেধ করা হয়েছিল। এ রকম একটা সাইনবোর্ডও টানিয়ে দেওয়া হয়েছিল। তারপরও অতিরিক্ত পণ্য নিয়ে সেতু পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটল।

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করায় ট্রাক দুটির মালিকের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় মামলা করা হবে। সেতু ভেঙে যাওয়ার কারণে শনিবার সকাল থেকে পাথরঘাটা, মঠবাড়িয়ার সঙ্গে পিরোজপুর, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনাসহ বেশ কয়েকটি রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ভাণ্ডারিয়ার উপজেলা চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম উজ্জল তালুকদার বলেন, ‘শিক্ষার্থীসহ সাধারন মানুষ যাতে বিনা টাকায় নৌকা দিয়ে খাল পারাপার হতে পারে সে জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।’  

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী