X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চা-দোকানিকে গরম পানিতে ঝলসে দেওয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

নাটোর প্রতিনিধি
১২ আগস্ট ২০১৭, ২১:১৫আপডেট : ১২ আগস্ট ২০১৭, ২১:১৫

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা রিয়ন (ছবি-নাটোর প্রতিনিধি)

নির্দেশ মত চা না দেওয়ায় নাটোরে দুই চা-দোকানিকে গরম পানিতে ঝলসে দেওয়ার ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইটে এই বহিষ্কারাদেশ পোস্ট করা হয়। বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

বহিষ্কারাদেশে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী শাহরিয়ার হোসেন রিয়নকে (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ শাখা, নাটোর) দলীয় শৃঙ্ক্ষলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। শনিবার বিকেলে এই বহিষ্কারাদেশের সত্যতা স্বীকার করেছেন জেলা ও কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি।

জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেম্স বহিষ্কারাদেশের সত্যতা স্বীকার করে বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ কখনও অন্যায়কে প্রশ্রয় দেয় না। রিয়নকে বহিষ্কারের পর পরই কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা ফোনে বিষয়টি আমাকে জানিয়েছেন। এরপর তিনি কলেজ শাখার সভাপতিকেও বহিষ্কারাদেশের বিষয়টি জানান।

নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাদৎ হোসেন রাজিব বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার রাতে জেলা কার্যালয়ে যাওয়ার পর তিনি জেলা সভাপতির মাধ্যমে জেনেছেন। এরপর ওয়েব সাইটেও বহিষ্কারাদেশ দেখেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরের দিকে নাটোর এনএস সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার রহমার রিয়ন কলেজের মূল ফটকের সামনের একটি চা-স্টলে ১০-১২ জন নেতা-কর্মীদের নিয়ে বসেন। এসময় চা-পান করতে চাইলে দোকানি জানান তিনি চা তৈরি বন্ধ করে ফেলেছে তাই পাশের দোকান থেকে চা নিতে বলেন। পাশের চা-দোকানি রুস্তম আলীকে ওই দোকানে ১০-১২ কাপ চা দিতে বললে রুস্তম জানায়, ওই দোকানে চা দেওয়া যাবে না। চা-খেতে হলে তাদের দোকানে বসতে হবে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এসময় চা-দোকানি রুস্তমের ও তার ভাই মোস্তফা ওরফে ডলারের মুখ ও দেহ গরম পানিতে ঝলসে দেয়।

ঘটনার পর দোকানি রুস্তম দাবি করেন, চা-দিতে অস্বীকার করায় উত্তেজিত হয়ে রিয়ন তার দোকানের কেৎলী নিয়ে তাদের দুই ভাইয়ের দেহ ঝলসে দিয়েছে। এছাড়া রিয়নের সঙ্গী ছাত্রলীগ নেতা-কর্মীরা তার দোকানের কাপসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেছে।

অপরদিকে রিয়ন দাবি করেন, কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানি রুস্তম পানি গরম করা চুলায় ব্যবহৃত রড দিয়ে তার হাতে আঘাত করায় উত্তেজনা ছড়িয়ে পরে। এসময় তার বাম পায়েও গরম পানি পড়ে।

/জেবি/

আরও পড়তে পারেন: ফরিদপুরে অপহরণের আড়াই ঘণ্টা পর স্কুলছাত্রী উদ্ধার


 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’