X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিচার বিভাগ থেকে ষড়যন্ত্র হচ্ছে: শামীম ওসমান (ভিডিও)

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ আগস্ট ২০১৭, ২২:১৬আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:১৬

 

জাতীয় শোক দিবস  আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন শামীম ওসমান (ছবি:ফোকাস বাংলা) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, ‘‘আমার পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ষড়যন্ত্র শুরু হয়েছে।’ আমি এক বছর আগে থেকে বলেছিলাম, ষড়যন্ত্র শুরু হয়েছে। বিচার বিভাগ থেকে ষড়যন্ত্র হচ্ছে। জনগণ আবার নতুন করে গান ধরছে, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা।’’ শনিবার বিকেলে নারায়ণগঞ্জে চাষাঢ়া এলাকায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘যারা ভাবছেন বাংলাদেশের মানুষ পাকিস্তানের নাগরিক। যারা ভাবেন বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও পাকিস্তানের বাহিনী একই, তারা বোকার রাজ্যে বাস করছেন। তাদের মনে রাখতে হবে, বাংলাদেশ পাকিস্তান নয়, শেখ হাসিনাও নওয়াজ শরীফ নন।’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আপনার কাছে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে ওয়াদা করতে চাই, যে সব শকুন আপনার দিকে নজর দেবে, ওই শকুনদের গলাটিপে নারায়ণগঞ্জের মানুষ ছিঁড়ে ফেলবে। আমরা প্রস্তুত আছি, প্রস্তত ছিলাম, থাকব।’  

নারায়ণগঞ্জ ৪ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, ‘পরিষ্কারভাবে বলতে চাই, ষড়যন্ত্র শুরু হয়েছে। রূপগঞ্জে অস্ত্র ধরা পড়েছে। এই অস্ত্র সামান্য অস্ত্র নয়। হেভি মেশিনগান, রকেট লাঞ্চার, গ্রেনেডসহ অত্যাধুনিক অস্ত্র। যেই অস্ত্রে মেইড ইন লেখা নেই। এই অস্ত্র নারায়ণগঞ্জের পুলিশ ধরেছে। অস্ত্রের ব্যাপারে আমি তাদের ইনফরমেশন দিয়েছিলাম।’

নারায়ণগঞ্জের পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শামীম ওসমান বলেন, ‘দ্রুত তারা অস্ত্র উদ্ধার করেছিলেন, এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এত অস্ত্র রূপগঞ্জে কেন আনা হয়েছিল? তিন শ ফুটের বাইরে কেন অস্ত্র রাখা হয়েছিল, ওইখান দিয়ে প্লেন ওড়ে। আমার নেত্রী প্লেনে চড়ে ওখান দিয়ে যান। তাদের টার্গেট একটাই, বাংলাদেশকে ধ্বংস করতে হলে শেখ হাসিনাকে হত্যা করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা তাদের উদ্দেশে বলতে চাই, আমি শামীম ওসমান মরে গেলে তাদের কিছু হবে না। আমি শামীম ওসমান এমপি না হলেও তাদের কিছু এসে-যাবে না। বাংলাদেশের মানুষের ভাগ্যের আকাশে সুবাতাস বইছে, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

শেখ হাসিনাকে আল্লাহভক্ত উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘হয়তো আবার বোম্ব ব্লাস্ট হবে, হয়তো আবার মরব। কিন্তু আমি একটা কথা বলতে চাই, শেখ হাসিনার মতো আল্লাহ ভক্ত দেখি না, তার মতো দেশপ্রেমিক দেখিনি। শয়তান শয়তানি করবে, কিন্তু আল্লাহর সঙ্গে শয়তান পার না। শেখ হাসিনার ওপরে আল্লাহ্ রহমত ও জনগণের দোয়া আছে। ’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু চন্দন শীল, গোপিনাথ দাস, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের পিপি শেখ ওয়াজেদ আলী খোকন প্রমুখ।

< >

/এমএনএইচ/  

 

এমএনএইচ
সম্পর্কিত
হাসপাতালে ভর্তি হয়ে দোয়া চাইলেন শামীম ওসমান
শামীম ওসমানের অনুরোধে গান গাইলেন প্রতিমন্ত্রী
অটোরিকশা বন্ধের দাবি শামীম ওসমানের, ‘বাংলার টেসলা’ বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া