X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শেবাচিম হাসপাতালে বিদ্যুৎ না থাকায় রোগীদের ভোগান্তি

বরিশাল প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৭, ০১:৫৩আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ০১:৫৮

শের ই বাংলা মেডিক্যাল কলেজ বরিশালে শের-ই বাংলা মেডিক্যাল (শেবাচিম) কলেজ হাসপাতলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় রোগীরা দুর্ভোগে পড়েছেন ।
শনিবার বেলা ১২টা থেকে এ হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
শেবাচিম হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ বিভাগ হাসপাতলের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে ট্রান্সফর্মার বসানোর কাজ করছে। এ কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।  আমাদের নিজস্ব জেনারেটর দিয়ে জরুরি কাজ চালানো গেলেও পুরো হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়। আমরা বিদ্যুৎ বিভাগকে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ চালু করতে বলেছি। ’
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের  (বরিশাল বিভাগ-১)নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম বলেছেন, ‘হাসপাতালের সামনে একটি ট্রান্সফরমার বদলানোর কাজ চলছে। একারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে। দ্রুত কাজ করা হচ্ছে, কাজ শেষ হলেই বিদ্যুৎ সরবরাহ করা হবে। ’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দাস রনবীর বলেন, ‘বিদ্যুৎ না থাকায় রোগী দেখতে সমস্যা হচ্ছে। মোবাইল ফোনের আলো জ্বালিয়ে কাজ করতে হচ্ছে অনেক সময় ধরে।’

শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বেশ কয়েকটি ওয়ার্ডে সরেজমিনে গেলে রোগীরা এ বিষয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন  হালিম নামে এক রোগী বলেন, ‘ শনিবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎ নেই। গরমে অসহ্য যন্ত্রনার মধ্যে পড়ে আছি। ’

গাইনি ওয়ার্ডে ভর্তি হতে আসা নাজমা পারভীনের স্বামী ওয়াহিদুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রী গুরুত্বর অসুস্থ থাকা সত্ত্বেও লিফট ব্যবহার করে তৃতীয় তলায় উঠতে পারিনি। বিদ্যুৎ না থাকায় বাধ্য হয়ে স্ট্রেচারে করে তৃতীয় তলায় উঠাতে হয়েছে।’

বাকেরগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা ৭০ বছরের বৃদ্ধ আশরাফ আলীর ছেলে মো. কাদের বলেন, ‘জরুরি বিভাগে ডাক্তারকে দেখানোর পর তিনি পঞ্চম তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি হতে বলেছেন। বাবার অবস্থা এতই খারাপ যে, তাকে হাঁটিয়ে পাঁচ তলায় ওঠানো সম্ভব নয়। তাই লিফট এর সামনে বসে রয়েছি। ’

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি