X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অতিবর্ষণে মৌলভীবাজারে ৯৩ বাগানে চা উৎপাদন কমার আশঙ্কা

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৭, ০২:৪৬আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ০২:৫৩

অতিবর্ষণে চা উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা (ছবি-সংগৃহীত) গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে মৌলভীবাজারের ৯৩টি চা বাগানে  চা উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন বাগান মালিকসহ সংশ্লিষ্টরা। সম্প্রতি ৭৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে, যা বছরের মাত্রা ছাড়িয়েছে। গত বছরে এ সময় বৃষ্টির পরিমাণ ছিল  ৪১ ইঞ্চি। সংশ্লিষ্টরা বলছেন, এবারের অতিমাত্রার বৃষ্টি চা বাগানে নতুন পাতা গজানো ৬০ শতাংশ বাধাগ্রস্ত হতে পারে।

বাগান মালিকরা জানান, টানা বৃষ্টিপাতের কারণে চা গাছের সারিগুলো থেকে মাটি সরে গেছে।বৃষ্টির পানিতে সার ধুয়ে গেছে। মশাসহ পোকা-মাকড়ের আক্রমণ বেড়েছে। এতে করে চা-গাছের কুঁড়ির বিকাশ ব্যাহত হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, চায়ের উৎপাদন গত বছরের তুলনায় ২০ শতাংশ পরিমাণ কম হতে পারে।

চা বোর্ড সূত্রে জানা গেছে, চা উৎপাদনে  রোদ এবং বৃষ্টির প্রয়োজন রয়েছে। এ বছর ফেব্রুয়ারি মাস থেকেই রোদ কম ও বৃষ্টি বেশি হওয়ার ফলে পাতা উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বছরের শুরুতে বৃষ্টি হওয়ায় চা-গাছে নতুন কুঁড়ি আসতে থাকে। এই বৃষ্টিপাতকে চা-পাতা উৎপাদনের জন্য আশীর্বাদ হিসেবে মনে করলেও তিরিক্ত বৃষ্টিতে আশাহত উৎপাদনকারীরা।

গত বছর বাংলাদেশে রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়েছিল। উৎপাদনের পরিমাণ ছিল ৮৫ মিলিয়ন কেজি। এবার সেই পরিমাণ চা উৎপাদন  হওয়ার সম্ভাবনা কম।  বৃষ্টি কমে গেলেও যদি তাপমাত্রা কমে যায়, তাহলেও উৎপাদন কম হবে।

বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে দেশের ১৬২টি বাগানে চা উৎপাদন হয়েছে সাড়ে আট কোটি কেজি। প্রতি কাপ চা তৈরিতে দুই গ্রাম চা-পাতা দরকার হয়। এ হিসাবে গত বছর ৪ হাজার ২৫২ কোটি কাপ চা তৈরির সমান চা উৎপাদিত হয়েছে ।

বাংলাদেশ চা বোর্ডের সূত্র জানায়, গত বছর চায়ের চাহিদা ছিল ৮ কোটি ১৬ লাখ কেজি। এ হিসাবে চাহিদার চেয়ে চা উৎপাদন বেশি হয়েছে ৩৪ লাখ কেজি। এ সময়ে চা আমদানি হয়েছে ৭৭ লাখ কেজি। এবার সেই পরিমাণ চা উৎপাদন না হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শ্রীমঙ্গল আবহাওয়া কার্যালয়ের সিনিয়র পর্যবেক্ষক হারুন অর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন,‘এ বছর ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ২ হাজার ৭০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত বছর এই সময়ে বৃষ্টির পরিমাণ ছিল ১ হাজার ৪০০ মিলিমিটার। বিগত বছরের তুলনায় এবার  দ্বিগুণ বৃষ্টি হয়েছে। আর আগের বছরগুলোর তুলনায় এবারের বৃষ্টির পরিমাণ দ্বিগুণেরও বেশি ।’

বাংলাদেশ চা সংসদের সিলেট শাখার চেয়ারম্যান গোলাম মো. শিবলী বলেন, ‘চায়ের জন্য যেমন বৃষ্টি দরকার, তেমনি রোদও দরকার। এবার এত বৃষ্টি হয়েছে যে, তাতে টপ সয়েল ধুয়ে গেছে। সার ধুয়ে গেছে। গত দুই মাসে যা বৃষ্টি হয়েছে, বিগত ২০ বছরেও এই সময়ে এত বৃষ্টি হয়নি। বৃষ্টির কারণে গাছ দুর্বল হয়ে পড়ছে। মশা, লাল মাকড়সা বাড়ছে। এ পর্যন্ত অন্য বছরের তুলনায় চায়ের উৎপাদন স্বাভাবিকের চেয়ে ২০ শতাংশ কম আছে। রোদ-বৃষ্টি স্বাভাবিক হলে হয়তো কিছুটা পূরণ করা যাবে। কিন্তু পুরোটা পূরণ করা যাবে না।’

শ্রীমঙ্গল নাহার চা বাগানের ব্যবস্থাপক  পীযুষ কান্তি ভট্রাচার্য্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চা  উৎপাদন ৩০ শতাংশ ক্ষতি হয়েছে। গত বছর বৃষ্টিপাত ৪১ ইঞ্চি হলেও সম্প্রতি টানা বৃষ্টিতে তা ৭৫ ইঞ্চি ছাড়িয়েছে, যা চা গাছে নতুন পাতা গজাতে বাধাগ্রস্ত করবে। ফলে দেশে চায়ের চাহিদা মেটানো কঠিন হবে বলে মনে করছি।’

/এপিএইচ/

আরও পড়ুন: বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফের বন্যা ১০ জেলায়

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের