X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বগুড়ার ৩০ হাজার মানুষ পানিবন্দি

বগুড়া প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৭, ২৩:২১আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২৩:২৮

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দ্বিতীয় দফা বন্যায় ঘরবাড়ি ঢুবে গেছে কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার নয়টি ইউনিয়নে ৩০ হাজারও মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেকে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। রবিবার (১৩ আগস্ট) সকালে কালিতলা হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় যমুনা নদীতে পানি ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে সকালে পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দ্বিতীয় দফা বন্যায় ঢুবে আছে শিক্ষা প্রতিষ্ঠান সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম জানান, বন্যার পানি সারিয়াকান্দি সদর, কুতুবপুর, কামালপুর, চন্দনবাইশা, কর্ণিবাড়ি, চালুয়াবাড়ি, বোহাইল, কাজলা ও হাটশেরপুর ইউনিয়নে প্রবেশ করায় নয় হাজার ১৩০ পরিবারের ৩০ হাজার ১৬০ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।  বন্যা দুর্গতদের কেউ কেউ বাড়িঘর ফেলে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। রোপা আমনসহ বিভিন্ন ফসলের ৫১০ হেক্টর জমি ডুবে গেছে। এতে তিন হাজার ৭০০ কৃষক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য স্কুলে পানি ঢুকে পড়েছে। তবে রবিবার বিকাল পর্যন্ত কোনও স্কুল বন্ধ ঘোষণা করা হয়নি।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দ্বিতীয় দফা বন্যায় ঢুবে গেছে মাঠের ফসল অন্যদিকে ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নে দুই হাজার এবং সোনাতলার তেকানি চুকাইনগর, পাকুল্যা ও মধুপুর ইউনিয়নে প্রায় এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী জানান, কিছু বিদ্যালয়ে বন্যার পানি ঢোকার খবর পাওয়া গেছে।  তবে রবিবার বিকাল পর্যন্ত কোনও বিদ্যালয়ে পাঠদান বন্ধ করা হয়নি।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা