X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নওগাঁয় আত্রাই নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর

নওগাঁ প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৭, ০৪:২৩আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ০৪:২৮

নওগাঁয় আত্রাই নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর গত তিনদিনের অবিরাম বর্ষণে ও উজান থেকে নেমে আসা পানির তোরে নওগাঁর আত্রাই নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে আত্রাই ও মান্দা উপজেলার বেশ কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। আত্রাই নদী ছাড়া যমুনা নদীতেও বাড়ছে পানি।

এদিকে নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে আত্রাই ও মান্দা উপজেলার আমন চাষিদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। কারণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেলে তাদের ফসলের ক্ষতি হবে। এজন্য সেখানে কড়া নজরদারি রাখছেন উপজেলা প্রসাশন।

ইতোমধ্যেই আত্রাই উপজেলার মনিয়ারী, ভোঁপাড়া, বিশা, পাঁচুপুর ও শাহাগোলা ও মান্দা উপজেলার কৃষকরা আমন ধান রোপন প্রায় সম্পন্ন করেছে। গত তিনদিনের অবিরাম বর্ষণে ও উজান থেকে নেমে আসা পানির তোরে হঠাৎ করে আত্রাই নদীর পানি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বিভিন্ন স্থানে নাজুক পরিস্থিতি রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের। এজন্য কৃষকরাও রয়েছে চরম আতঙ্কে।

আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ইউপি সদস্য জিল্লুর রহমান বলেন, নদীর পানি বৃদ্ধির কারণে আমরা পানিবন্দি হয়ে পড়েছি। আমাদের সন্তানদের বিদ্যালয়ে যাতায়াত কষ্ট হয়ে পড়েছে।

আরেক ইউপি সদস্য আব্দুল মজিদ মল্লিক বলেন, ২০১৫ সালে উপজেলার ফুলবাড়িতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেলেও তা আজও সংস্কার করা হয়নি। এটি এখন এলাকাবাসীর জন্য মরণ ফাঁদ হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান বলেন, ‘আত্রাইয়ের বন্যা পরিস্থিতি নিবীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব জনপ্রতিনিধিদের সজাগ থাকতে বলা হয়েছে। কোনও জায়গায় যেন বাঁধ ভেঙে জনগণের জানমালের ক্ষতি না হয় এজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি।’

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, নদীগুলোতে প্রতিনিয়তই পানি বাড়ছে। তাই বাঁধগুলো ভাঙন রক্ষায় বালুর বস্তা ফেলা হচ্ছে। কখন কী হয় তা বলা মুশকিল।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন