X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সুনামগঞ্জে উত্তাল হাওর, গৃহহীন মানুষ

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
১৪ আগস্ট ২০১৭, ১০:০৫আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১০:২৩

সুনামগঞ্জে উত্তাল হাওর বছরের শুরুতে আগাম বন্যায় নষ্ট হয়েছে মাঠের ফসল। আর এখন হাওরের উত্তাল ঢেউয়ে ভাঙছে বসতভিটে। ফলে গৃহহীন হচ্ছেন সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকার হাজার হাজার মানুষ।

জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের হরিপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য অঞ্জনা তালুকদার বলেন, ‘হাওরের উত্তাল ঢেউয়ে বসতভিটে ভেঙে গেছে। তাই গ্রামের বাড়ি ছেড়ে জামালগঞ্জ শহরে চলে এসেছি।’

বসতভিটের চারদিকে চালিয়া বন দিচ্ছেন এলাকাবাসী হাওরের ঢেউয়ে জামালগঞ্জ উপজেলার বেহেলী ও ফেনারবাঁক ইউনিয়নের হটামারা, যশমন্তপুর, কৃষ্টপুর, শ্রীমন্তপুর, চাটনীপাড়া, হটামারা হকিয়ার ডুবি, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের মুসলিমপুর, ঝুনুপুর, ইনসানপুর, লক্ষ্মীপুর ও ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর গ্রামের ৬ শতাধিক মানুষের বসতভিটে ভাঙনের ঝুঁকিতে আছে।

সুনামগঞ্জে উত্তাল হাওর, গৃহহীন মানুষ সাধারণত প্রতিবছর বৈশাখের শেষ দিকে হাওর পাড়ের কৃষকরা ঘরবাড়ি রক্ষার জন্য বসত ভিটের চারপাশে চালিয়া বন (হাওর এলাকার লতা জাতীয় একপ্রকার বনজ লতা) এবং বাঁশের খুঁটি দিয়ে অস্থায়ী প্রতিরক্ষা দেয়াল তৈরি করেন। যাতে হাওরের ঢেউ থেকে ভিটেমাটি রক্ষা করা যায়।  এবার আগাম বন্যার কারণে কৃষকরা চালিয়া বন সংগ্রহ করতে পারেননি। তাই বাড়ির চারপাশে বন্যা প্রতিরক্ষা দেয়ালও নির্মাণ করা সম্ভব হয়নি।

সুনামগঞ্জে উত্তাল হাওর, গৃহহীন মানুষ হটামারা গ্রামের নিজাম উদ্দিন বলেন, ‘হাওরের উত্তাল ঢেউয়ে আমার বসত ভিটে মাত্র তিনদিনের ব্যাবধানে ভেঙে গেছে। তাই এখন নয়াহালট গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে এসে আশ্রয় নিয়েছি।’

সুনামগঞ্জে উত্তাল হাওর, গৃহহীন মানুষ পশ্চিম ফেনারবাঁক গ্রামের দিলারা বেগম বলেন, ‘ঘরে ধানচাল কিছুই নেই। তারপর আবার ভাঙনে বসতভিটে হারালাম।’

সুনামগঞ্জে উত্তাল হাওর, গৃহহীন মানুষ একই গ্রামের রবি আউয়াল বলেন,  ‘যাওনের আর কোনও জায়গা নাই। চারদিকে পানি আর পানি। এখন পানির মধ্যেই থাকতে হবে। বসতবাড়ি ভেঙে যাওয়ায় কালীবাড়ি নতুনহাটি গ্রামের আশ্রব আলীর বাড়িতে এসে আশ্রয় নিয়েছি।’

সুনামগঞ্জে উত্তাল হাওর, গৃহহীন মানুষ বিষ্ণুপুর গ্রামের সন্তুষ, গণেশ ও মঞ্জু জানান, পাকনার হাওরের ঢেউ তাদের বসত ভিটে ভাসিয়ে নিয়ে গেছে। এখন সরকারি উচু জায়গায় ঢেরা তৈরি করে বসবাস করছেন তারা।

সুনামগঞ্জে উত্তাল হাওর, গৃহহীন মানুষ ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের অজিত কুমার রায় বলেন, ‘জামালগঞ্জের বেহেলী ও ফেনারবাঁক ইউনিয়নের হালির হাওরের তীরবর্তী জনপদ হরিপুর, হাওর আলীপুর  ও ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর গ্রামের ৩০টি বসতভিটে ঢেউয়ের আঘাতে ভেঙ্গে গেছে। এছাড়া জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার দুইশতাধিক বসতভিটে ভাঙনের মুখে পড়েছে। সব মিলিয়ে তিনহাজার পরিবারের বসতবাড়ি হুমকির মুখে রয়েছে।’

সুনামগঞ্জে উত্তাল হাওর, গৃহহীন মানুষ জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ  মাহমুদ সাজিব বলেন, ‘বছরের শুরুতে আগাম বন্যার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। মানুষ প্রয়োজনীয় চালিয়া বন না পাওয়ায় প্রতিরক্ষা বাঁধ বানাতে পারেননি।’

সুনামগঞ্জে উত্তাল হাওর, গৃহহীন মানুষ ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান অসীম তালুকদার বলেন, ‘ঢেউয়ের আঘাত থেকে বসত রক্ষা করার এ মুহূর্তে কোনও উপায় আছে বলে মনে হয় না। শুষ্ক মৌসুমে ক্ষতিগ্রস্তদের জন্য কিছু একটা করা যাবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ