X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যমুনার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৭, ১২:০১আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১২:৩৪

সদর উপজেলার ছনগাছা ইউনিয়নে পাউবোর বাঁধের পাশে পাড়পাচিল গ্রামে বন্যার তোড়ে ভেঙে গেছে রাস্তা উজানের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনার পানিও সিরাজগঞ্জ জেলা পয়েন্টে পাল্লা দিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় পানি ৪৬ সেন্টিমিটার  বেড়ে সোমবার (১৪ আগস্ট) সকাল ৯টায় সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৯৬ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার কারণে জেলার সদর, কাজিপুর, শাহজাদপুর, বেলকুচি ও চৌহালী উপজেলার ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে বলে স্থানীয়ভাবে তথ্য পাওয়া গেছে।

এ জেলায় দ্বিতীয়বারের মতো যমুনার পানি বাড়লেও বন্যার ব্যাপকতা ওই পাঁচ উপজেলায় এখনও সেভাবে বাড়েনি বলে সোমবার সকালে দাবি করেছেন সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আব্দুর রহিম। তার দাবি, ‘প্রথম বারের বন্যায় যাদের ঘরবাড়ি নিমজ্জিত হয়েছিল, তারা এখনও বাঁধের ওপর নিজস্ব উপায়ে ঝুপড়ি তুলে নিরাপদ স্থানেই অবস্থান করছেন। কেউ কেউ বাড়ি ফিরলেও আবারও পূর্বের আশ্রয় কেন্দ্রেই ফিরে এসেছেন। যদিও জেলার ওইসব উপজেলায় উপজেলা প্রশাসন থেকে ১৭৬টি আশ্রয় কেন্দ্র আগে থেকেই নির্ধারিত বা চিহ্নিত করা আছে, তাই বন্যার বেশি অবনতি হলে সেসব কেন্দ্রে বন্যার্তদের সরিয়ে নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত উপজেলাগুলো থেকে এখনও পানিবন্দি লোকজনের তেমন কোনও তথ্য আসেনি। তারপরেও আমাদের দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা ভান্ডার থেকে ৫টি উপজেলায় ১৭৫ মেট্রিক টন ক্ষয়রাতি চাল এবং ৮ লাখ ২০ হাজার টাকা আপদকালীন আগাম বরাদ্দ দেওয়া হয়েছে।’

যমুনার পানি বাড়ায় বিভিন্ন বাঁধ পরিদর্শন করছেন পাউবোর প্রকৌশলীরা তিনি জানান, সিরাজগঞ্জ জেলা যেহেতু উপকূল অঞ্চল নয়, তাই বারবার বন্যা হবার কারণে এ জেলার মানুষজন আগে থেকেই অভিজ্ঞ। তাই বাঁধের বাইরে যাদের ঘরবাড়িতে পানি উঠছে, তারা নিজ উদ্যোগে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন।  

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো), সিরাজগঞ্জ পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম পিইঞ্জ সোমবার সকালে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৪৬ সে.মি. বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৯৬ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী পানি আরও বাড়বে। পানি ৫০ থেকে ৬০ সে.মি. বাড়ার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে জেলার ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রন বাঁধগুলো নিবিরভাবে পর্যবেক্ষণে  রেখেছি। কোথাও কোনও সিপেজ বা পানি চুয়ানো দেখলেই তাৎক্ষণিক বালির বস্তা দিয়ে সুরক্ষার উদ্যোগ নিচ্ছি।’

/বিএল/                                   

                                          

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া