X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা হবে: আইসিটি মন্ত্রী

নাটোর প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৭, ১৮:১৩আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৯:৩৩

নাটোরে মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন আইসিটি মন্ত্রী (ছবি- নাটোর প্রতিনিধি)

তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘২০২১ সাল নাগাদ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা হবে। দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন বাংলাদেশ এখন সেই অবস্থান থেকে সরে এসে বিশ্বে ইমার্জিন টাইগার হিসেবে খ্যাতি লাভ করেছে। সোমবার দুপুরে সিংড়া উপজেলা হলরুমে সিংড়া উপজেলাকে দুর্নীতিমুক্তকরণ মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট ওহিদুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, ‘দেশ স্বাধীনের পর জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন, দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রধান বাধা হল দুর্নীতি। তিনি দেশকে দুর্নীতি মুক্ত করার কাজ শুরু করলেও অকাল মৃত্যুর কারণে তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি। ওই সময় বঙ্গবন্ধু বলেছিলেন, আমার দেশের কৃষক, শ্রমিকরা দুর্নীতি করে না, দুর্নীতি করে দেশের শিক্ষিত মহল। বঙ্গবন্ধু আর ১০টি বছর বেঁচে থাকলে বাংলাদেশ অবশ্যই সাউথ কোরিয়ার মত উন্নত রাষ্ট্রে পরিণত হত।’

তিনি আরও বলেন,‘আমরা যদি প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, তাহলে বাংলাদেশ থেকে অবশ্যই দুর্নীতি দূর করতে হবে।’ এসময় তিনি উপস্থিত সবাইকে নিয়ে উপজেলার সব পর্যায়ে থেকে দুর্নীতি দূর করার শপথ নেন।

তিনি বলেন, ‘সিংড়া উপজেলার ৬১টি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে দফতরি নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরুপে ঘুষ ও দুর্নীতিমুক্ত হবে।  স্বচ্ছতার সঙ্গে এ নিয়োগ সম্পন্ন হবে। এর মাধ্যমে সিংড়া উপজেলা থেকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হবে।’

এসময় তিনি বলেন, ‘আমরা সিংড়া থেকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম। এই আন্দোলন দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিতে চাই। এভাবে ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করে,দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে।’

/জেবি/

আরও পড়তে পারেন: মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের