X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সিলেটে জিহাদি বইসহ শিবিরের ১১ নেতাকর্মী গ্রেফতার

সিলেট প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৭, ২১:৩২আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ২১:৫৯

সিলেটে শিবির নেতাবর্মী গ্রেফতার সিলেটের সোবহানীঘাট এলাকার ছাত্রলীগ কর্মী আবুল কালাম আফিফ ও শাহী আহমদকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় পুলিশি পৃথক অভিযানে জিহাদি বইসহ ১১ শিবির নেতাকর্মী গ্রেফতার হয়েছে। রবিবার (১৩ আগস্ট) রাতে গ্রেফতারের পর সোমবার (১৪ আগস্ট) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। সংশ্লিষ্ট পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর ও ওসি গৌছুল হোসেনে জানান, শাহপরাণ থানাধীন শ্যামলী এলাকায় শিবিরের নেতাকর্মী পরিচালিত ম্যাসে অভিযান চালানো হয়। কোতোয়ালি, বিমানবন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে শিবিরের সিলেট সরকারি কলেজের সাধারণ সম্পাদক ফয়সল আহমদসহ অন্যাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও সাংগঠনিক বিভিন্ন রিপোর্টের খাতা জব্দ করে।
এছাড়াও ওই ম্যাস থেকে পুলিশ গ্রেফতার করে সরকারি কলেজের শিবিরের সাথী সুনামগঞ্জ জেলার নতুন পাড়া জামালগঞ্জের গিয়াস উদ্দিনের ছেলে তোফায়েল আহমদ (২১), সরকারি কলেজের শিবিরকর্মী গোয়াইঘাটের দমদমা গ্রামের কবির আহমদের ছেলে সেলিম আহমদ (২০) কানাইঘাটের চড়িপাড়া গ্রামের অজই মিয়ার ছেলে রেজাউল করিম (২২), সুনামগঞ্জ ছাতকের আনুজানি গ্রামের মতিউর রহমানের ছেলে ইমদাদ (২১), গোয়াইনঘাটের বহর গ্রামের মবশ্বির আলীর ছেলে কামিল আহমেদ সোহেল (২০) বিয়ানীবাজারের মাতুরা গ্রামের রিমউজ উদ্দিনের ছেলে তারেক উদ্দিন (২২)।

সিলেট কোতোয়ালি থানার সিনিয়র সহকারি পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর জানান, শিবির নেতা ফয়সল, তোফায়েল ও সেলিমকে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে। এছাড়াও অবশিষ্ট চার শিবিরকর্মীর বিরুদ্ধে থানায় আরেক মামলা দায়ের করবে পুলিশ।  শিবিরের হামলায় আহতেদের একজন
অন্যদিকে, বিমানবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে শিবিরের দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা শিবিরের সাথী বলে পুলিশ জানায়। এরা হচ্ছেন— বিমানবন্দর থানার বনকলাপাড়া মসজিদ কোয়ার্টারের ভাড়াটিয়া মৃত রফিকুর রহমানের ছেলে আব্দুল্লাহ (২৩) ও বনকলাপাড়া নূরানী-৮২/১৪ নং বাসার মৃত আব্দুল বারীর ছেলে সফি উদ্দিন (২৩)। 

এদিকে, দক্ষিণ সুরমা থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামায়াত নেতাসহ শিবিরের দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো— ২৫ নম্বর ওয়ার্ড শিবিরের সাবেক সভাপতি ও মহানগর জামায়াতের সদস্য লাউয়াই উমরকবুল গ্রামের মৃত দুলন মিয়ার ছেলে মুহিবুর রহমান (৩২) ও জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের শিবিরের সাহিত্য সম্পাদক গোপাল বড়বাড়ি গ্রামের ইদ্রিস আলীর ছেলে জাহেদ মামুন (২৫)।  গ্রেফতারকৃতদেরকে এ বছরের ৩ মে থানায় মামলা নং (৩) এ সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।

/এসএমএ/

আরও পড়ন
সিলেটে ছাত্রলীগ কর্মীকে কোপানোর ঘটনায় দুই শিক্ষকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে