X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে বন্যা পরিস্থিতি মোকাবিলায় থাকছে সেনাবাহিনীও

মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট
১৫ আগস্ট ২০১৭, ২৩:১৫আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ২৩:১৮

বন্যাদুর্গতদের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছেন বিজিবি সদস্যরা লালমনিরহাটে তিস্তা, ধরলা, সানিয়াজান ও রত্নাইসহ অন্যান্য নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার পাঁচটি উপজেলার ৩৫টি ইউনিয়ন ও দু’টি পৌরসভার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বন্যা কবলিত এলাকার লোকজন চরম ভোগান্তিতে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, প্রায় চার শতাধিক গৃহহীন পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন। জেলার ৯৭টি আশ্রয় কেন্দ্রে প্রায় নয় হাজার মানুষ রয়েছে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পাশাপাশি বুধবার (১৬ আগষ্ট) থেকে বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি টিম কাজ করবে। লালমনিরহাট সদর, আদিতমারী ও হাতীবান্ধা উপজেলায় বন্যার্তদের পাশে দাঁড়াতে মঙ্গলবার (১৫ আগস্ট) থেকে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শফিউল আরিফ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে। বন্যা কবলিত লোকজনের মধ্যে পানিবাহিত ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রাস্তা ও বাঁধের ওপর এবং আশ্রয়কেন্দ্রের লোকজন সবচেয়ে বেশি সমস্যায় ভুগছেন। লোকজনের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে।

তবে লালমনিরহাটের বন্যা কবলিত এলাকাগুলোতে বিজিবি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আরডিআরএস বাংলাদেশ ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানিয়েছেন, বিজিবি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার প্রায় সাড়ে চার লাখ বন্যা দুর্গত লোকজনের ত্রাণ চাহিদা মেটাতে আরও ত্রাণ সামগ্রীর প্রয়োজন। লালমনিরহাট সদর ও হাতীবান্ধা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, ‘জেলায় ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য মৎস্য, কৃষি, রেলওয়ে, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, প্রাণি সম্পদ, শিক্ষা অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল, সড়ক ও জনপথ বিভাগসহ অন্যান্য দফতরের কর্মকর্তা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন।’  জেলা প্রশাসক জানান, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন, লালমনিরহাট-৩ (সদর) আসনের সাংসদ আবু সালেহ মো. সাঈদ দুলাল ও জেলা পরিষদের চেয়ারম্যান বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার নাজমুল ইসলাম জানান, লালমনিরহাট-বুড়িমারী-রংপুর, লালমনিরহাট-কাউনিয়া-কুড়িগ্রাম এবং ঠাঁকুরগাও-পঞ্চগড় রুটে ট্রেইন সার্ভিস চালু করতে পারেনি রেলওয়ে বিভাগ। মঙ্গলবার সারাদিন বন্যায় ক্ষতিগ্রস্ত এসব রেলওয়ে সড়ক পরিদর্শন করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী বিভাগীয় প্রধান প্রকৌশলী রমজান আলী।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার নাজমুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত রেলওয়ে লাইন দ্রুত সংস্কার  করে ট্রেন সার্ভিস চালু করার চেষ্টা চলছে।’

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে