X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জেলেদের জালে মিললো নিখোঁজ চুয়েট ছাত্রের লাশ

চট্টগ্রাম ব্যুরো
১৬ আগস্ট ২০১৭, ১৫:০৪আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৫:০৯

নাকিব মোহাম্মদ খাব্বার সাগরে ডুবে নিখোঁজ হওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকিব মোহাম্মদ খাব্বারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে স্থানীয় জেলেদের জালে তার মৃতদেহ উঠে আসে। আগের দিন মঙ্গলবার দুপুর ৩টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে  নিখোঁজ হয়েছিলেন তিনি।

ঘটনাস্থলে থাকা চুয়েটের উপ-ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. জি এম সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নাকিব বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া এলাকায়, বাবার নাম শফিকুল আলম হেলাল।

ড. জি এম সাদেকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুর দেড়টার দিকে তার মরদেহ জেলেদের জালে ওঠে আসে। যেখান থেকে সে নিখোঁজ হয় তার ঠিক দুই কিলোমিটার উত্তরে তার লাশ পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় একটি সাইক্লোন সেন্টারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হবে। পরে সেখান থেকে ঢাকায় তার পরিবারের কাছে নিয়ে যাওয়া হবে। ঢাকায় তাকে দাফন করা হবে।’

এর আগে মঙ্গলবার দুপুরে নাকিবসহ তার ৭/৮ জন বন্ধু ব্যক্তিগত উদ্যোগে গুলিয়াখালী সৈকতে বেড়াতে যায়। রাতে নাকিবের ছোট ভাই নাসিব মোহাম্মদ আরিফ বলেন, ‘ভাইয়া বন্ধুদের নিয়ে ওই সৈকতে ঘুরতে যায়। দুপুরে সৈকতে বন্ধুরা মিলে গোসল করার সময় তার দুই বন্ধু পানিতে ভেসে যেতে শুরু করে। এ সময় ভাইয়া তাদের বাঁচাতে যায়। কিন্তু পাল্টা ঢেউ এসে তাকে সমুদ্রে নিয়ে যায়। এরপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যায়নি।’ নাকিব সাঁতার জানতো না বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা দীর্ঘ প্রচেষ্টা চালিয়েও মঙ্গলবার নাকিবের কোনও হসিদ পাননি। পরে তারা ব্যর্থ হয়ে ওই দিন সন্ধ্যায় ফিরে আসেন।

/এফএস/ 

আরও পড়ুন- সীতাকুণ্ডে সৈকতে নেমে নিখোঁজ চুয়েট শিক্ষার্থী

সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া