X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাকে গলা কেটে হত্যা করে ব্যাংক ডাকাতির চেষ্টা

মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট
১৬ আগস্ট ২০১৭, ১৮:৩৬আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২০:১৮

মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তিস্তা শাখায় এক মুক্তিযোদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ওই ব্যাংকে নৈশপ্রহরী হিসেবে কাজ করছিলেন। খুনিরা ব্যাংকের ভল্ট খোলার চেষ্টা করে। ভল্ট ভাঙতে না পেরে তারা পালিয়ে যায়। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, পূর্বপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

সদর থানা পুলিশ ও রাকাব তিস্তা শাখা সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের মতো মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তার কর্মস্থল রাকাবের তিস্তা শাখার প্রহরার কাজে যান। রাতে তার বড় ছেলে স্থানীয় একটি মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক মাসুম মিয়া (৪২) তাকে রাতের খাবার পৌঁছে দেন। রাতে ব্যাংকের ভেতরেই আব্দুর রশিদ একটি টেবিলের ওপর ঘুমিয়ে পড়েন। কিন্তু গভীর রাতে কে বা কারা ভেতরে ঢুকে তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে। ভাঙার কাজে ব্যর্থ হয়ে হামলাকারীরা পালিয়ে যায়। মুক্তিযোদ্ধাকে গলা কেটে হত্যা করে ব্যাংক ডাকাতির চেষ্টা

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, ‘বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ব্যাংকের ভেতর ঝাড়ু দিতে আসেন ঝাড়ুদার ধনতী রানী। তিনি ব্যাংকে ঢোকার সময় সদর গেট খোলা দেখতে পান। ব্যাংকের ভেতর টেবিলের ওপর রক্তাক্ত মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের লাশ দেখে চিৎকার করে ওঠেন। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে রংপুর থেকে র‌্যাব, সিআইডি ও পিবিআইকে খবর দিয়ে নিয়ে আসা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের একাধিক ইউনিটের কর্মকর্তা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাস্থলে লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক নিজে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেছেন।’ উল্লেখ্য ১৯৮৩ সাল থেকে আব্দুর রশিদ রাকাবে কাজ করছিলেন।

বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর এলাকায় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের বাড়িতে গেলে তার স্ত্রী মাহমুদা বেগম বলেন, ‘আমার স্বামী আব্দুর রশিদ এত ভালো মানুষ। তার কোনও শত্রু নাই। তাকে কেন খুন হতে হবে? কারা খুন করলো? কেন খুন করা হলো? উনি (তিনি) এই জন্যই কি মুক্তিযুদ্ধ করেছিল? আমি খুনিদের ফাঁসি দেখে যেতে চাই।’

ওসি মাহফুজ আলম তাদের সান্ত্বনা দিয়ে বলেন, ‘অপরাধী যত বড়ই হোক না কেন পুলিশ তাকে অবশ্যই খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবে।’   মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের স্বজনদের আহাজারি

আব্দুর রশিদের বড় ছেলে মাসুম মিয়া বলেন, ‘আমরা দুই ভাই ও দুই বোন। এলাকার কারও সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। আমার বাবাকে কেন খুন করা হলো বুঝতেই পারছি না। ব্যাংক ডাকাতি বা অন্য যে কোনও ঘটনাই হোক না কেন, খুনিদের চিহ্নিত করতে হবে। ঘাতকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

রাকাবের লালমনিরহাট আঞ্চলিক ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, ‘নৈশপ্রহরী মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হত্যার রহস্য উৎঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে। প্রাথমিকভাবে ব্যাংক ডাকাতির চেষ্টায় তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিস্তা শাখা ব্যবস্থাপক আবু রুহেল মো. ওয়েছ আল করনীকে বাদী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ‘সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে। এজন্য পুলিশের বিভিন্ন ইউনিটের প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। ব্যাংক ডাকাতির চেষ্টাকারীরা তাকে গলা কেটে হত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।’

/এফএস/ 

আরও পড়ুন- বন্যায় প্লাবিত ৩২ লাখ মানুষ, ডুবে গেছে পৌনে দুই লাখ হেক্টর জমির ফসল

সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!