X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে দ্বিতীয় দফার বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৩ হাজার মানুষ

বগুড়া প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ১১:১০আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১১:১০

আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন নারীরা বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দ্বিতীয় দফার বন্যায় ৭৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সারওয়ার আলম। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্তদের জন্য ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ হলেও তা অপ্রতুল। বন্যা দুর্গতরা বিভিন্ন আশ্রয়ন প্রকল্প, বাঁধ ও স্কুলে আশ্রয় নিয়েছেন। তাদের বিশুদ্ধ খাবার পানির অভাব ও পয়ঃনিষ্কাষণের সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি গবাদি পশুর খাদ্যের সংকট দেখা দিয়েছে।’

সারওয়ার আলম জানান, দ্বিতীয় দফার বন্যায় একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৮৪টি গ্রামের ২৫৪ বর্গকিলোমিটার এলাকা, ২১ হাজার ৭৩২ পরিবারে ৭৩ হাজার ৪শ’ পরিবার, ৩৫১টি বাড়ি সম্পূর্ণ, ৬১০টি বাড়ি আংশিক, ১৬ হাজার ৩৭৫টি কৃষক পরিবারের ৩ হাজার ২৫৫ হেক্টর জমির ফসল, ৫৯ কিলোমিটার কাঁচা ও সাত কিলোমিটার পাকা সড়ক, ৫৯টি প্রাথমিক ও ৭টি মাধ্যমিক বিদ্যালয়সহ ৬৬ প্রতিষ্ঠানে পানি থাকায় পাঠদান বন্ধ, ৬টি কমিউনিটি সেন্টার, এক হাজার ২১৫টি টিউবওয়েল এবং ৭৬টি জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জলাশয়ের বিপুল পরিমাণ মাস ভেসে যাওয়ায় চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যাদুর্গত ২ হাজার ৩৯৫ পরিবার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এক হাজার ৩৪০টি পরিবার আশ্রায়ন প্রকল্পে ও ২০৫টি পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।

সারিয়াকান্দিতে দ্বিতীয় দফার বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৩ হাজার মানুষ তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের জন্য এখন পর্যন্ত ২৫০ মেট্রিকটন জিআর চাল বরাদ্দ হয়েছে। এর মধ্যে ২৪৮ মেট্রিকটন বিতরণ করা হয়েছে। এছাড়া নগদ ১২ লাখ টাকা ও ৪শ’ বান্ডিল ঢেউটিন বিতরণ হয়েছে। বৃহস্পতিবার বন্যাদুর্গত বোহাইল, চালুয়াবাড়ি ও হাটশেরপুর ইউনিয়নে ২ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে। প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি লবণসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস রয়েছে।

পিআইও সারওয়ার আলম জানান, বন্যা দুর্গতদের জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে।

সারিয়াকান্দিতে দ্বিতীয় দফার বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৩ হাজার মানুষ কাজলা ইউনিয়নের কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশ্রয় নেওয়া দারুনা গ্রামের দিনমজুর সায়েদ জামান (৬৫), পাকুরিয়া চরের কৃষক জালাল উদ্দিন (৭০), কুড়িপাড়া গ্রামের আবুল কাশেম প্রামানিক (৫০), কাজলার আতাফুল ইসলাম (৪৫) জানান, বাড়িঘর বন্যার পানিতে ডুবে যাওয়ায় তারা এ স্কুল মাঠে আশ্রয় নিয়েছেন। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে গবাদিপশুও রয়েছে। গত কয়েকদিনে তারা নতুন করে কোনও ত্রাণ পাননি। পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে রয়েছেন।

তারা আরও জানান, তাদের গরু-ছাগলের খাদ্য নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এছাড়া এ আশ্রয় কেন্দ্রে  তাদের বিশুদ্ধ খাবার পানির সংকট এবং পয়োঃনিষ্কাষণের সমস্যা রয়েছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা