X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দরে আটকা পাঁচ শতাধিক চাল বোঝাই ট্রাক

হিলি প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ১৩:২১আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৩:৩৯

হিলিতে আটকা চাল বোঝাই ট্রাকের সারি চাল আমদানিতে বিদ্যমান শুল্ক কমার আশায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা। গত ১০ দিন ধরে বন্দরের ভেতরে আটকা পড়ে আছে পাঁচ শতাধিক ট্রাকের প্রায় ১৫ হাজার টন চাল। আর বন্দরে পণ্যজটের কারণে অন্য পন্যের খালাস প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এভাবে দিনের পর দিন চাল খালাস বন্ধ থাকলে বড় ধরনের পন্যজটের সৃষ্টির আশংকা করছেন বন্দর কর্তৃপক্ষ।

এদিকে চাল খালাস না করায় ভারতীয় ট্রাকের চালক ও সহকারীদের টাকা পয়সা ফুরিয়ে গেছে। ফলে তাদেরও খাওয়া দাওয়ায় অনেক সমস্যা হচ্ছে।

চাল আমদানিতে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করতে খাদ্যমন্ত্রণলয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠি দেওয়া হয়েছে বলে গত ৭ আগস্ট পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই মূলত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা চাল খালাস বন্ধ রেখেছেন আমদানিকারকরা।

জানা গেছে, চাল আমদানিতে শুল্কহার ২৮ ভাগ থাকায় হিলি স্থলবন্দর দিয়ে চালের আমদানি প্রায় বন্ধ ছিল। গত ২০ জুন চাল আমদানিতে শুল্কহার ২৮ ভাগ থেকে কমিয়ে ১০ ভাগ নির্ধারণ করা হলে চালের আমদানি বেড়ে যায়। সম্প্রতি চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার নিয়ে সৃষ্ট জটিলতায় আবারও বন্দর দিয়ে চালের আমদানি কমেছে।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম ও রাজু আহম্মেদ জানান, চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হতে পারে এমন খবর প্রকাশের পর থেকেই আমদানিকারকরা চাল খালাস নেওয়া বন্ধ রেখেছেন। তবে ভারত থেকে প্রতিনিয়ত চাল আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। ফলে গত কয়েকদিনে সেখানে পাঁচ শতাধিক চালবোঝাই ট্রাক আটকা পড়েছে।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মামুনুর রশিদ লেবু ও রাজিব দত্ত বাংলা ট্রিবিউনকে জানান, সরকার যদি চাল আমদানি শুল্ক প্রত্যাহার করে নেয় তাহলে আমদানিকারকরা ক্ষতিগ্রস্থ  হতে পারেন। এ কারণেই তারা চাল খালাস বন্ধ রেখেছেন।

তিনি আরও জানান, গতকাল বুধবার  খাদ্যমন্ত্রী চাল আমদানিতে শুল্কহার ১০ ভাগ থেকে কমিয়ে ২ ভাগ করার ঘোষণা দেন। কিন্তু হিলি কাস্টমসে কোনও আদেশ না পৌঁছায় সেই রেটে চাল খালাস করা যাচ্ছেনা। এতে করে গত ১০ দিন ধরে বন্দরে চাল খালাস বন্ধ রয়েছে। তবে শুল্ক প্রত্যাহারের ঘোষণার আদেশের কপি কাস্টমসে পৌঁছালে চাল খালাস শুরু হবে।

বন্দরে আটকে থাকা ভারতীয় ট্রাকের চালক ও তাদের সহকারীরা জানান, ৮/১০ দিন ধরে বন্দরে আটকে আছেন। কিন্তু কেউ চাল খালাস নিচ্ছেন না। ফলে সঙ্গে যে টাকা পয়সা ছিল তা শেষ হয়ে গেছে। এখন তাদের চলতে খুবই কষ্ট হচ্ছে।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ বিষয়ক কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বন্দর দিয়ে প্রতিদিন চাল আমদানি হলেও খালাস না হওয়ায় ট্রাকের সংখ্যা বাড়ছে। ফলে বন্দরের ভেতরে পণ্যজটের সৃষ্টি হচ্ছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
ঘামে ভেজা ত্বকের যত্নে...
ঘামে ভেজা ত্বকের যত্নে...
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা