X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শিবির অফিসে পুলিশি অভিযান: দেশীয় অস্ত্রসহ তিন জন আটক

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ২০:৫৬আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২১:০২

শিবির অফিস থেকে উদ্ধারকৃত অস্ত্র

হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার শিবির অফিসে ফের অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে পুলিশ। এসময় পাইপগান ও গুলিসহ দেশীয় অস্ত্র ও জিহাদী বই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে ১১ শিবির নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জন শিবির নেতাকর্মীকে আসামি করে পৃথক দুইটি মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক।

তারা হলেন, শহরের শায়েস্তানগর এলাকার বিল্লাল হোসেনের ছেলে সরোয়ার (২০), কিশোরগঞ্জ জেলার মিটামইন থানার কাটখাল গ্রামের রনু মিয়ার ছেলে নাজমুল হোসেন (২১) ও জেলার মাধবপুর উপজেলার কাটুরা গ্রামের হিরা মিয়ার ছেলে মাসুম বিল্লাহ (২৫)।

বুধবার পুলিশ গোপন সংবাদ পায় শিবির কর্মীরা সরকার বিরোধী বৈঠক করছে। এই সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের অনন্তপুর এলাকায় ছাত্রশিবিরের অফিসে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে হামলা চালায়। এতে ওসি তদন্ত মানিকুল ইসলামসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এসময় তিন শিবির কর্মীকে গ্রেফতার করা হয়। 

এক পর্যায়ে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার ভোর রাতে ওই অফিসে ফের অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় পাইপগান ও গুলিসহ দেশীয় অস্ত্র ও জিহাদী বই উদ্ধার করে পুলিশ। পরে আটক শিবির কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী হবিগঞ্জ শহরের বেশ কয়েকটি মেসে পুলিশ অভিযান চালায়। তবে পুলিশের অভিযানের আগেই ম্যাস থেকে পালিয়ে যায় শিবির নেতাকর্মীরা।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত তিন জনসহ ১১ জনের নাম উল্লেখ করে ও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: সিলেটের হিযবুত তাহরীর সদস্য ঢাকায় গ্রেফতার



 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!